আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ

বাইরে শ্রেয়স, ফিরছেন ঈশান

Must read

হায়দরাবাদ, ১৭ জানুয়ারি : বিশ্বকাপের মহড়ায় আরও একটা ওয়ান ডে সিরিজ খেলতে নামার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। পিঠের চোটে নিউজিল্যান্ডের (Newzealand- India) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার। তাঁর জায়গায় দলে এলেন মধ্যপ্রদেশের ডান হাতি ব্যাটার রজত পতিদার। বুধবারই হায়দরাবাদে সিরিজের প্রথম ম্যাচ। শ্রেয়সের চোটে প্রথম একাদশ বাছতে গিয়ে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়কে।
কে এল রাহুল ও অক্ষর প্যাটেল পারিবারিক কারণে এই সিরিজে নেই। এখন শ্রেয়স ছিটকে গিয়েছেন। দু’টি ব্যাপার মোটামুটি নিশ্চিত, শ্রেয়সের জায়গায় খেলবেন টি-২০’র রানমেশিন সূর্যকুমার যাদব। রাহুল না থাকায় উইকেটকিপার-ব্যাটার হিসেবে প্রথম একাদশে ফিরছেন ঈশান কিসান। বাংলাদেশের বিরুদ্ধে শেষ ওয়ান ডে’তে দ্রুততম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েও ঝাড়খণ্ডের তরুণকে শ্রীলঙ্কা সিরিজে বসে থাকতে হয়েছিল। কিন্তু পাঁচ নম্বরে রাহুলের জায়গায় ব্যাট করবেন কে? ঈশান নাকি শুভমন গিল? শুভমন ওপেন করেই আগের ম্যাচে সেঞ্চুরি করেছেন। ঈশান নিজের শেষ ওয়ান ডে’তে ওপেনার হিসেবেই করেছেন ডাবল সেঞ্চুরি। তবু ওপেনার হিসেবে অগ্রাধিকার ঈশানকেই। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন শুভমনই। সেক্ষেত্রে দলের স্বার্থে পাঁচে ব্যাট করতে হবে ঈশানকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ওয়ান ডে’তে বিশ্রাম নেওয়া অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ফিরছেন ছ’নম্বরে। সাত থেকে এগারো পাঁচ বোলার।

আরও পড়ুন: জোশীমঠের অবস্থা রানিগঞ্জেও, নির্বিকার কেন্দ্র

বোলিং বিভাগে ‘কুল-চা’ একসঙ্গে খেলবেন কি না, তা নিশ্চিত নয়। সেই সম্ভাবনা যথেষ্ট কম। ছন্দে থাকা চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবই হয়তো খেলবেন। চোট থাকায় শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ দু’টি ম্যাচ খেলতে পারেননি তাঁর সঙ্গী লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। এই ম্যাচেও হয়তো তিনি বাইরে থাকবেন। উপ্পল স্টেডিয়ামের উইকেট থেকে পেসারদের পাশাপাশি স্পিনাররাও সুবিধা পেয়ে থেকে। তাই দ্বিতীয় স্পিনার হিসেবে লড়াইটা বাংলার স্পিনার-অলরাউন্ডার শাহবাজ আহমেদ এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে। তিন পেসার মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং উমরান মালিক। শ্রীলঙ্কা সিরিজে দুর্দান্ত খেলা সিরাজ হায়দরাবাদে ঘরের মাঠে প্রথমবার খেলতে নামছেন।
নিউজিল্যান্ড দলে তারকা কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদি নেই। বুধবার চোটের কারণে খেলতে পারবেন না ইশ সোধি। কিন্তু তাঁদের ছাড়াই অন্তর্বর্তী অধিনায়ক টম লাথামের নেতৃত্বে পাকিস্তানকে ওয়ান ডে সিরিজে হারিয়ে ভারতের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড (Newzealand- India)।

Latest article