প্রতিবেদন : বড়দিনের (Christmas) হুল্লোড় শুরু হয়ে গেছে শহর জুড়ে। তাই এই ভিড়েও রাস্তা জুড়ে যাতে কোনও রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য বাড়তি সতর্ক প্রশাসন। অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা করা হয়েছে শহর জুড়ে। লালবাজারের তরফে জানানো হয়েছে, ২৪ ডিসেম্বর বিকেল ৪টে থেকে ২৫ ডিসেম্বর ভোর ৪টে পর্যন্ত পার্ক স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। কোনও কোনও জায়গায় গাড়ি চলাচল বন্ধ করা হবে কিনা তা নির্ভর করবে ভিড়ের পরিস্থিতির উপর। যদি দেখা যায় ভিড়ের চাপ রয়েছে তাহলে জওহরলাল নেহরু রোড থেকে উড স্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট-সহ মিডলটন স্ট্রিটের রাস্তা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়াও বেশ কিছু বিকল্প রাস্তার কথাও জানানো হয়েছে। মেয়ো রোড ও জওহরলাল নেহেরু রোডের দিক থেকে যে গাড়ি আসবে সেগুলোকে কিদওয়াই স্ট্রিট থেকেই ঘুরিয়ে দেওয়া হবে। জওহরলাল নেহেরু রোডে দক্ষিণ দিকে যে গাড়ি গুলো যাবে সেগুলোকে পার্ক স্ট্রিট ফ্লাইওভারের দিকে অথবা মেয়ো রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ডাফরিন রোড বা খিদিরপুর রোডের দিকে যাওয়ার গাড়িগুলি অন্যান্য রুট দিয়ে ঘোরানো হবে। ফ্রি স্কুল স্ট্রিট, মারকুইস স্ট্রিট এবং রফি আহমেদ কিদওয়াই রোড বরাবর অটো রিকশাগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। হো চি মিন সরণি থেকে শর্ট স্ট্রিট পর্যন্ত ক্যামাক স্ট্রিটে দ্বিমুখী যান চলাচলের অনুমতি থাকবে।
শুধু যান নিয়ন্ত্রণ নয় নিরাপত্তাও মজবুত করেছেন নগরপাল মনোজ ভার্মা। সারা শহর জুড়ে বড়দিনের রাতে প্রায় দেড় হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবে। নেতৃত্বে থাকবেন খোদ সিপি ও অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা। পার্ক স্ট্রিট জুড়ে প্রায় ৭টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। থাকবে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম, সারমেয় বাহিনী। পার্ক ও রেস্তোঁরাগুলির সামনেও উইনার্স টিম বা প্রমীলা বাহিনীকে মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন- মহিলাদের আর্থিক ক্ষমতায়নে নয়া নজির গড়ল বাংলার সরকার