প্রতিবেদন : আজ বৃহস্পতিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসি-কে (Odisha FC vs ATK Mohun Bagan) হারালেই আইএসএলের শীর্ষে থাকা হায়দরাবাদ এফসি-কে পয়েন্টে ধরে ফেলবে মোহনবাগান। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে সবুজ-মেরুন। সমসংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ওড়িশা। এই মুহূর্তে দারুণ ছন্দে আছে ওড়িশা। ঘরের মাঠে তারা অপরাজিত রয়েছে। মোহনবাগানও জয়ের হ্যাটট্রিক করে টানা চতুর্থ জয়ের খোঁজে। প্রতিপক্ষকে যথেষ্ট সমীহই করছে সবুজ-মেরুন শিবির।
আরও পড়ুন : মেসি-ম্যাজিকে আচ্ছন্ন কাতার
বুধবার সকালে কলকাতায় অনুশীলন করে বিকেলে ভুবনেশ্বর পৌঁছল মোহনবাগান (Odisha FC vs ATK Mohun Bagan)। এখনও চোট সারিয়ে ফিট না হওয়ায় দলের সঙ্গে যাননি মনবীর সিং। তবে কার্ড সমস্যা মিটিয়ে এই ম্যাচে দলে ফিরছেন অস্ট্রেলীয় সেন্টার ব্যাক ব্রেন্ডন হ্যামিল। মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো বলেছেন, ‘‘জয়ের ছন্দ ধরে রাখাই আমাদের লক্ষ্য। ওড়িশা লিগ টেবলের উপরের দিকের দল। তাই কঠিন ম্যাচ হবে।’’