মোহালিতে আজ পাঞ্জাব-লখনউ

নজরে রাহুলের স্ট্রাইক রেট

Must read

মোহালি, ২৭ এপ্রিল : শুক্রবার মোহালিতে পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে লখনউ সুপারজায়ান্টস (Punjab- Lucknow)। দুই শিবিরের কাছেই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে রয়েছে লখনউ। অন্যদিকে, সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও, নেট রানরেটে পিছিয়ে থেকে ছয়ে পাঞ্জাব। শুক্রবার যে জিতবে, প্লে-অফে ওঠার রাস্তা তাদের সামনে খোলা থাকবে। আর যে হারবে, তাদের কাজটা কঠিন হবে। পাশাপাশি এই ম্যাচে সবার নজর থাকবে কে এল রাহুলের দিকে। এবারের আইপিএলে রাহুলের ব্যাট থেকে ইতিমধ্যেই দু’টি হাফ সেঞ্চুরি-সহ মোট ২৬২ রান এসেছে। কিন্তু মন্থর ব্যাটিংয়ের জন্য প্রায় প্রতি ম্যাচেই সমালোচিত লখনউ অধিনায়ক। পরিসংখ্যান বলছে, রাহুলের স্ট্রাইক রেট ১১৩.৯১। যা মোটেই টি-২০ সুলভ নয়।
পাশাপাশি মার্ক উডের অনুপস্থিতি শেষ কয়েকটা ম্যাচে সমস্যা বাড়িয়েছে লখনউ (Punjab- Lucknow) শিবিরের। ইংরেজ পেসার অসুস্থতার জন্য ১৫ এপ্রিলের পর আর কোনও ম্যাচ খেলেননি। অন্যদিকে, টানা দু’ম্যাচ হারের পর নিজেদের শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ফুটছে পাঞ্জাব শিবির। বাড়তি সুখবর, কাঁধে চোট সারিয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন শিখর ধাওয়ান। টিম সূত্রের খবর, শেষ মুহূর্তে মেডিক্যাল টেস্টে আটকে না গেলে, শুক্রবারই ২২ গজে দেখা যাবে শিখরকে। তবে সমস্যা হল, লিয়াম লিভিংস্টোন এখনও পর্যন্ত নিজের সেরা ফর্মের ধারেকাছেও পৌঁছতে পারেননি। ফলে পাঞ্জাবের ব্যাটিং নিয়ে চিন্তা থাকছে।

আরও পড়ুন: দত্তক নেওয়া গ্রামেই ক্ষোভের মুখে সুকান্ত

Latest article