ধরমশালায় মুখোমুখি শিখর ও সঞ্জু

Must read

ধরমশালা, ১৮ মে : দিল্লি ক্যাপিটালসের কাছে হারের রেশ পুরোপুরি কাটার আগেই ফের ২২ গজে নেমে পড়তে হচ্ছে শিখর ধাওয়ানদের। শুক্রবার ধরমশালায় পাঞ্জাব কিংসের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস (Punjab Kings vs Rajasthan Royals)। দুটো দলই ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট করে পেয়ে প্লে-অফের দৌড় থাকে কার্যত ছিটকে গিয়েছে। যা পরিস্থিতি, তাতে শুক্রবার শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর পারফরম্যান্সের দিকেও।
শিখর (Punjab Kings vs Rajasthan Royals) আবার আফসোস করছেন দিল্লির বিরুদ্ধে শেষ ওভারে অনভিজ্ঞ স্পিনার হরপ্রীত ব্রারের হাতে বল তুলে দেওয়ায়। ওই ওভারে ২৩ রান উঠেছিল। হতাশ পাঞ্জাব অধিনায়ক বলছেন, ‘‘দিল্লির ইনিংসের শেষ ওভারটা স্পিনারকে দিয়ে বল করিয়ে ভুল করেছি। ওই ওভারটাই ম্যাচের ভাগ্য গড়ে দিল। পেসাররাও ঠিকঠাক লেংথে বল করতে পারেনি। বিশেষ করে প্রথম ছ’ওভার। আমি খুবই হতাশ।’’
তবে ওই পরিস্থিতিতেও পাঞ্জাবকে প্রায় ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন লিয়াম লিভিংস্টোন। ৪৮ বলে ৯৪ রানের ঝোড়ো ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি লিভিংস্টোন। শেষ ওভারে জেতার জন্য ৩৩ রানের দরকার ছিল। ওই পরিস্থিতিতে ১৫ রানে হারে পাঞ্জাব। শিখর বলছেন, ‘‘লিভিংস্টোন দুর্দান্ত ব্যাট করেছে। আমাদের প্রায় জিতিয়েই দিয়েছিল। যাই হোক, প্লে-অফ নিয়ে ভাবছি না। শেষ ম্যাচটা জেতাই লক্ষ্য।’’

আরও পড়ুন- মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Latest article