চিন্নাস্বামীতে আজ ধোনি-বিরাট ম্যাচ

ড্যানি মরিসন কৌতূহলবশে জানতে চেয়েছিলেন, পরের বছর খেলবে? এমএস ধোনির উত্তর ছিল, পরের ম্যাচে খেলব কি না তাই তো জানি না!

Must read

চেন্নাই, ২ মে : ড্যানি মরিসন কৌতূহলবশে জানতে চেয়েছিলেন, পরের বছর খেলবে? এমএস ধোনির উত্তর ছিল, পরের ম্যাচে খেলব কি না তাই তো জানি না!
পরের ম্যাচ আজ, শনিবার। ঘরের মাঠে সিএসকে মুখোমুখি হচ্ছে আরসিবির। অর্থাৎ আর একটা ধোনি বনাম বিরাটের ম্যাচ। কিন্তু সিএসকের পারফরম্যান্স এবার এত খারাপ যে চেন্নাইয়ে আইপিএল নিয়ে উত্তেজনা আগের থেকে কমেছে। ১০ ম্যাচে সিএসকের ৪ পয়েন্ট। পাঁচবারের চ্যাম্পিয়ন দলের অবিশ্বাস্য ফল। পয়েন্ট টেবলে আরসিবি যেখানে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, সেখানে সিএসকের অবস্থান সবার শেষে।
ধোনি নিয়ে যখন সিএসকের আর কোনও আপডেট আসেনি, তখন ধরে নেওয়া হচ্ছে এমএসের ওটা কথার কথা ছিল। হলুদ গ্যালারির তাতেই স্বস্তি। আইপিএলের শুরুতে ধোনি বলেছিলেন, ওরা আমাকে হুইলচেয়ারে বসেও খেলিয়ে যাবে। পরে বলেছেন, ২০২৬ আইপিএলের দল নিয়ে ভাবা শুরু করেছেন। ফলে থালা আছে এই স্বস্তি নিয়ে চিন্নাস্বামী ভরাবেন ফ্যানেরা।

আরও পড়ুন-গ্রামবাসীর দাবিকে মান্যতা দিয়ে বিধায়ক নিয়েছেন উদ্যোগ, প্রায় দেড় কোটিতে পাকা সেতু গড়ছে রাজ্য

চেন্নাইয়ের পারফরম্যান্স এবার বিস্ময়কর। রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ের মতো ওপেনার ব্যর্থ। রবিচন্দ্রন অশ্বিনের যোগ স্পিন ডিপার্টমেন্টের শক্তি বাড়াতে পারেনি। ফলে জাদেজা একা হয়ে পড়ছেন। পাথিরনার সেই ম্যাজিকও কোথায় হারিয়ে গিয়েছে। ব্যর্থ শিবম দুবেও। কিন্তু সিএসকে-কে সবথেকে বড় ধাক্কা দিয়েছে অধিনায়ক ঋতুরাজের ছিটকে যাওয়া। টপ অর্ডারে ব্যাটিং ধরার কেউ যে নেই সেটা রোজ বোঝা যাচ্ছে।
আরসিবির জন্য সবকিছু ঠিকঠাক যাচ্ছে। শেষ পাঁচ ম্যাচের মধ্যে তারা চেন্নাইকে তিনবার হারিয়েছে। অধিনায়ক রজত পাতিদার ভাল শুরু করে ইদানীং ফর্ম হারিয়েছেন। রান নেই সল্টের ব্যাটেও। কিন্তু কিং কোহলি এত ভাল ফর্মে যে বাকিদের দরকার পড়ছে না। টিম ডেভিড, লিয়াম লিভিংস্টোন বিক্ষিপ্ত লগ্নে জ্বলে উঠছেন। কিন্তু বিরাট ছাড়া আর কেউ যদি আরসিবিকে টেনে নিয়ে যান, তিনি ক্রুনাল পাণ্ডিয়া। অলরাউন্ডার কিন্তু ভাল ফর্মে।

Latest article