নিউ ইয়র্ক, ২৮ অগাস্ট : আজ সোমবার থেকে নিউ ইয়র্কে শুরু হচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন টেনিস টুর্নামেন্ট (US Open) । কোভিড ভ্যাকসিন না নেওয়ার কারণে পুরুষ সিঙ্গলসে বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ খেলতে পারবেন না। উইম্বলডন চ্যাম্পিয়ন জকোভিচ না থাকায় ফ্লাশিং মিডোজে রাফায়েল নাদালের সঙ্গে তাঁর দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হবেন টেনিসপ্রেমীরা।
অস্ট্রেলিয়ান ওপেনে জোকার না থাকার ফায়দা নিয়ে রেকর্ড ২২তম স্ল্যাম জিতে নেন নাদাল। জকোভিচ আটকে থাকেন ২১ গ্র্যান্ড স্ল্যামে। এবার ইউএস ওপেনেও প্রধান প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে মেজর জয়ের নিরিখে আরও এগিয়ে যাওয়ার সুযোগ স্প্যানিশ তারকার সামনে। ফ্লাশিং মিডোজে পুরুষ সিঙ্গলসে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার অনেকেই আছেন। তবে এগিয়ে অবশ্যই নাদাল এবং মেদভেদেভ। দুই তারকাকে শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন কার্লোস আলকারেজ, নিক কিরগিওস, স্তেফানোস চিচিপাস, মাত্তিও বেরেত্তিনি, টেলর ফ্রিৎজ, ফ্রান্সেস টিফোরা।
আরও পড়ুন: যুব প্রজন্মকে সুরাপানে উৎসাহ জাপান সরকারের!
মহিলা সিঙ্গলসে অবশ্য ফেভারিট বাছা কঠিন। তবে জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলতে চলা বিশ্বের প্রাক্তন এক নম্বর সেরেনা উইলিয়ামসের দিকে নজর থাকবে টেনিসপ্রেমীদের। এছাড়াও গতবারের চ্যাম্পিয়ন এমা রাদুকানু, এবারের উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রাইবাকিনা, দু’বারের ইউএস (US Open) ওপেনজয়ী নাওমি ওসাকাও বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম জয়ের দাবিদার।