সংবাদদাতা, গঙ্গাসাগর : রবিবার দিনভর প্রায় লক্ষাধিক পুণ্যার্থী গঙ্গাসাগরে (Tarpan- Gangasagar) ডুব দিয়ে সারলেন সাগরস্নানের পাশাপাশি পিতৃতর্পণ। ভোরের আলো ফোটার আগে থেকেই হাজার হাজার পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্যস্নান শুরু করেন। স্নান সেরে কপিলমুনির মন্দিরে লাইন দিয়ে পুজো দেন তাঁরা। শনিবার বিকেল থেকে কাকদ্বীপের আট নম্বর লট থেকে ভেসেলে চেপে হাজার হাজার পুণ্যার্থী গঙ্গাসাগরে আসা শুরু করেন। অস্থায়ী যাত্রীনিবাসগুলি ছিল রাতে ভিড়ে ঠাসা। অনেকেই মন্দিরের সামনে খোলা আকাশের নিচেও রাত কাটান। ভোর থেকে দলে দলে পুণ্যার্থী সাগরস্নানের জন্য ভিড় জমান। পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা সাগরতটে মাইকে সতর্কতামূলক প্রচার চালায়। গঙ্গাসাগর (Tarpan- Gangasagar) উপকূল থানার ওসি সঞ্জয় দে মেলার মাঠে উপস্থিত ছিলেন। বেলায় সাগরস্নান ও তর্পণ করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। পরে তিনি কপিলমুনি মন্দিরে পুজো দেন। ভিড়ের কথা মাথায় রেখে আগেভাগে পরিকাঠামোগত সমস্ত ব্যবস্থা সেরে রাখে ব্লক প্রশাসন। অতিরিক্ত পুণ্যার্থীর জন্য সাগরমেলার মাঠে পানীয় জল, ভ্রাম্যমাণ শৌচাগারের ব্যবস্থা ছিল।