প্রতিবেদন : আজ সোমবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের (Junior doctor) প্রতিনিধিদের বৈঠকে ডাকলেন রাজ্যের মুখ্যসচিব (Chief secretary) মনোজ পন্থ (Manoj Pant)। রবিবার বিকেলে মনোজ পন্থের তরফে এ-সংক্রান্ত একটি মেল পাঠানো হয় চিকিৎসক সংগঠনগুলিকে। সেই মেলে সোমবার দুপুর সাড়ে বারোটায় স্বাস্থ্যভবনে আন্দোলনরত চিকিৎসকদের প্রতিটি সংগঠনের দু’জন করে প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন-দিনের কবিতা
বৈঠকে আন্দোলনরত চিকিৎসকদের যে ১০ দফা দাবি আছে তা নিয়ে আলোচনা হবে। কোন সংগঠন থেকে কারা প্রতিনিধিত্ব করবেন তাঁদের নাম মেল করে মুখ্যসচিবকে আগাম জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ অক্টোবর চিকিৎসক সংগঠনগুলি মিলিত ভাবে যে কর্মবিরতির কর্মসূচি গ্রহণ করেছে তাও প্রত্যাহার করতে অনুরোধ করেছেন মুখ্যসচিব।