প্রতিবেদন : লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার বিকেলে রাজ্যে পৌঁছল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ১৩ জন আধিকারিককে নিয়ে টিমের নেতৃত্বে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। রবিবার সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে বৈঠক হওয়ার কথা। এছাড়া রাজ্য পুলিশের নোডাল অফিসারের সঙ্গেও বৈঠকে বসবে কমিশনের ফুল বেঞ্চ। সোমবার সকালে দফায় দফায় প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা বৈঠক করার কথাও রয়েছে এই টিমের।
আরও পড়ুন-দিকে দিকে ডাক ব্রিগেড চলো কলকাতা থেকে জেলা মিছিল-সভায় উত্তাল
এরপর সমস্ত জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গেও বৈঠক হবে। মঙ্গলবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠকে বসবে। এরপর বৈঠক হবে মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে। নির্বাচন কমিশনের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে বেশ কয়েকটি রাজ্যে। নির্বাচনের দিন ঘোষণা না হলেও ইতিমধ্যেই এই রাজ্যে পা রেখেছে কেন্দ্রীয় বাহিনী। ১ কোম্পানি আধাসেনা জেলায় জেলায় পৌঁছে গিয়েছে। চলছে রুট মার্চ। সেইমতো রবিবার সকাল থেকেই বনগাঁয় শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। সন্দেশখালি-কাণ্ডের আবহে উত্তর ২৪ পরগনা জেলাকে অতি স্পর্শকাতর এলাকা হিসাবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। তাই সেখানে সব থেকে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলার পাশাপাশি শহরেও চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। রবিবার কলকাতায় বিএসএফের ৭ কোম্পানি এসেছে। আগামী লোকসভা ভোটকে শান্তিপূর্ণ করা একটি বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন সকলে।