আজ অশান্তি এড়াতে কড়া নির্দেশ পুলিশের

যদিও পুলিশের তরফে এই কর্মসূচির অনুমতি দেওয়া হয় নি। ডাক্তারদের এই 'দ্রোহের কার্নিভাল' ঠেকাতে কড়া পদক্ষেপ গ্রহণ করল পুলিশ।

Must read

আজ বিকেল সাড়ে ৪টে থেকে রেড রোডে শুরু হবে এই বছরের দুর্গাপুজোর কার্নিভাল (Carnival)। কার্নিভালের প্রস্তুতি পর্বেই আরজি কর কাণ্ডের প্রতিবাদে ‘দ্রোহের কার্নিভাল’ করতে চলেছেন ডাক্তাররা। বিকেল ৪টের সময় জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস ধর্মতলায় জমায়েতের ডাক দিয়েছে। রানি রাসমণি রোডে মানববন্ধনের ডাক দিয়েছেন আন্দোলনকারী ডাক্তাররা। যদিও পুলিশের তরফে এই কর্মসূচির অনুমতি দেওয়া হয় নি। ডাক্তারদের এই ‘দ্রোহের কার্নিভাল’ ঠেকাতে কড়া পদক্ষেপ গ্রহণ করল পুলিশ। ধর্মতলা সংলগ্ন এলাকাগুলিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। ডক্তারদের এই মানববন্ধন কর্মসূচি থেকে অশান্তির সৃষ্টি হতে পারে। পুজো কার্নিভালে সমস্যা হতে পারে।

আরও পড়ুন-গো-সংসর্গে সারবে ক্যানসার! আজব যুক্তি বিজেপি-মন্ত্রীর

আজ, ১৫ অক্টোবর রানি রাসমণি রোড এবং তৎসংলগ্ন এলাকায় ১৬৩ ধারা জারি করেছে পুলিশ। নির্দেশিকায় স্পষ্ট করেই জানো হয়েছে ডোরিনা ক্রসিং থেকে নেতাজি মূর্তি পর্যন্ত, হাওড়া মেট্রোর গ্রিন চ্যানেল এবং রানি রাসমণি পার্ক থেকে সেন্ট্রাল বাস টারমিনাস এবং ভবানীপুর তাঁবু পর্যন্ত কোন রকম জমায়েত করা যাবে না। এসপ্ল্যানেড রো পূর্ব থেকে দক্ষিণে রানি রাসমণি এভিনিউ পর্যন্ত জারি থাকবে ১৬৩ ধারা। মেট্রো চ্যানেলের পুলিশ ফাঁড়ির পিছন দিক হয়ে জওহরলাল নেহরু রোডের ধার বরাবর ডোরিনা ক্রসিং পর্যন্তও ১৬৩ ধারা জারি থাকবে। তাছাড়া প্রেস ক্লাব সংলগ্ন ফুটপাথ, মেয়ো রোড, আউটরাম রোড, কেপি রোড, রেড রোড এবং ডাফরিন রোড, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে, ধর্মতলা ক্রসিং থেকে থিয়েটার রোড পর্যন্ত, কুইনসওয়ে, স্ট্র্যান্ড রোডে কোন জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

Latest article