প্রতিবেদন : আজ, বুধবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল৷ বেলা ১২টায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দশ সদস্যের তৃণমূল প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনার-সহ কমিশনের ফুল বেঞ্চের সামনে উপস্থিত হয়ে তুলে ধরবেন এসআইআর-এর নাম করে বাংলার বিভিন্ন প্রান্তে কীভাবে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তোলা হয়েছে। কীভাবে তাঁদের অত্যাচার করা হচ্ছে, কীভাবে কমিশনের মাত্রাতিরিক্ত কাজের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন বিএলও-রা, তার বিবরণ৷ প্রতিনিধি দলে থাকবেন রাজ্যের তিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভুঁইয়া এবং প্রদীপ মজুমদার। একইসঙ্গে থাকবেন রাজ্যসভায় দলের নেতা ডেরেক ও’ব্রায়েন, সাংসদ নাদিমুল হক, মমতাবালা ঠাকুর, সাকেত গোখেল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-বাড়ছে শীত আর বিরল শিশুরোগ
কীভাবে পরিকল্পিতভাবে বাংলার ভোটারদের বাদ দেওয়া হয়েছে তার তথ্যপ্রমাণ তুলে ধরা হবে কমিশনের ফুল বেঞ্চের সামনে। কোন সফটওয়্যার ব্যবহার করে অন্যায় ভাবে বাংলার ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, এই ঘটনায় কমিশনের ডিজি আইটি সীমা খান্নার ভূমিকা কী, সব তথ্য তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল পেশ করবে মুখ্য নির্বাচন কমিশনারের সামনে। কার অঙ্গুলিহেলনে কাজ করছে কমিশন, তোলা হবে প্রশ্ন। একইসঙ্গে জানতে চাওয়া হবে বাংলার যে ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের নামে অসঙ্গতি আছে বলে কমিশন দাবি করছে, সেই তালিকা কেন প্রকাশ করা হচ্ছে না। কমিশন তাদের স্বেচ্ছাচারী অগণতান্ত্রিক ভূমিকা থেকে অবিলম্বে সরে না এলে এর শেষ দেখে ছাড়বে তৃণমূল কংগ্রেস, সাফ জানানো হবে সেকথাও।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…