প্রতিবেদন: বৃহস্পতিবার পার্লামেন্ট নির্বাচন ব্রিটেনে। জনমত সমীক্ষা যা আভাস দিচ্ছে, তাতে ৭২ শতাংশ ব্রিটেনবাসীই আর ঋষি সুনককে (Rishi Sunak) প্রধানমন্ত্রী চান না। শুধু তাই নয়, জনমত সমীক্ষায় ইঙ্গিত রয়েছে এবারের নির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়বে কনজারভেটিভ পার্টি (টোরি)। অন্যদিকে লেবার পার্টির বিপুল জয়ের প্রত্যাশা করা হলেও ব্রিটেনে পার্লামেন্ট নির্বাচনের শেষ পর্বে নতুন বিতর্ক শুরু হয়েছে লেবার পার্টির প্রধান কিয়ের স্টার্মারের একটি মন্তব্য ঘিরে। ‘অভিবাসন বিরোধী’ হিসাবে পরিচিত এই নেতা গত সপ্তাহে ব্রিটেনে বসবাসকারী বাংলাদেশিদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। প্রতিবাদে প্রচারের শেষ পর্বে সে দেশের বাংলাদেশি বংশোদ্ভূত এলাকাগুলিতে দেখা দিয়েছে অসন্তোষ। অথচ টোরিদের বিপক্ষে বাংলাদেশি ভোটাররাই ঢেলে সমর্থন করেন লেবার পার্টিকে। এর পাশাপাশি গাজায় ইজরায়েলি হামলাকে সমর্থন করেছেন স্টার্মার। তাতে চরম ক্ষুব্ধ মুসলিমরাও। নির্বাচনে কোন পথে হাঁটে ব্রিটেন সেদিকে নজর বিশ্বের।
আরও পড়ুন: রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন রাজভবনের নির্যাতিতা কর্মী