আজ আমার দিন ছিল, দাবি ডুসেনের

যখন ক্রিজে পা রেখেছিলেন, তখন মাত্র ৬৮ রানে ৩ উইকেট হারিয়ে দল ধুঁকছে। ওই পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন রাসি ভ্যানডারডুসেন।

Must read

পার্ল, ১৯ জানুয়ারি : যখন ক্রিজে পা রেখেছিলেন, তখন মাত্র ৬৮ রানে ৩ উইকেট হারিয়ে দল ধুঁকছে। ওই পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন রাসি ভ্যানডারডুসেন। ৯৬ বলে অপরাজিত ১২৯। যার জেরে স্কোরবোর্ডে তিনশোর কাছাকাছি রান তুলতে পেরেছিল দক্ষিণ আফ্রিকা।
একদিনের ক্রিকেটে নিজের সর্বোচ্চ রানের ইংনিস তৃপ্তি দিচ্ছে প্রোটিয়া ব্যাটসম্যানকে। বিশেষ করে পার্লের স্লো পিচে, যেখানে বল পড়ে ধীর গতিতে ব্যাটে আসছিল। ডুসেন বলেন, ‘‘আসলে দিনটা আমার ছিল। উইকেটের সঙ্গে ধাতস্থ হতে ১৫-২০টা বল লেগেছে। তার পরেই মানিয়ে নিয়েছিলাম। রান করতে পেরে ভাল লাগছে।” ডুসেন আরও জানান, উইকেটের চরিত্র বুঝেই তিনি সুইপ ও রিভার্স সুইপকে রান তোলার হাতিয়ার করেছিলেন।

আরও পড়ুন-বিরাট ফিরতেই হাতছাড়া ম্যাচ

কঠিন সময়ে ব্যাট করতে নেমে সতীর্থ টেম্বা বাভুমার সঙ্গে চতুর্থ উইকেটে ২০২ রান যোগ করেন ডুসেন। বাভুমাও সেঞ্চুরি হাঁকিয়েছেন। সতীর্থের প্রশংসা করে ডুসেনের বক্তব্য, ‘‘টেম্বা দারুণ সঙ্গ দিল। ও একদিকের উইকেট আঁকড়ে রেখেছিল বলেই আমি শট খেলতে পেরেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলেছি। এই পিচে যেটা জরুরি ছিল।” তাঁর ৯৬ বলের ঝোড়ো ইংনিসে রয়েছে ৯টি চার ও ৪টি ছয়। ডুসেন বলছেন, ‘‘রানের গতি বাড়ানোর জন্য অঙ্ক কষে ঝুঁকি নিয়েছি। তা কাজে লেগেছে।”

Latest article