আজ সন্তোষে নরহরিদের সামনে মধ্যপ্রদেশ

Must read

প্রতিবেদন : সন্তোষ ট্রফিতে (santosh trophy) পরপর দুই ম্যাচ জিতে চতুর্থ গ্রুপে শীর্ষে রয়েছে বাংলা। এই গ্রুপে বাংলার মতো টানা দুই ম্যাচ জিতেছে মহারাষ্ট্রও। তাই গ্রুপের সব ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকেই মূলপর্বে যেতে চায় বাংলা। বুধবার তৃতীয় ম্যাচে বাংলার প্রতিপক্ষ মধ্যপ্রদেশ (West Bengal vs Madhya Pradesh)। তারা দু’টি ম্যাচেই হেরেছে। তবে বাংলা শিবির তাদের সমীহ করছে। বুধবার সকাল সাড়ে আটটা থেকে খেলা ছত্রপতি শাহু স্টেডিয়ামে। পরপর ম্যাচ খেলতে হওয়ায় মঙ্গলবার সকালে হালকা অনুশীলন করেছে বাংলা দল। প্রথম দুই ম্যাচে দাপটে জিতেছে দল। বাংলা (West Bengal vs Madhya Pradesh) গোল করেছে ৮টি। হরিয়ানার বিরুদ্ধে প্রথম ম্যাচে গোল না পেলেও আগের ম্যাচে দমন ও দিউয়ের বিরুদ্ধে দলের অধিনায়ক তথা প্রধান স্ট্রাইকার নরহরি শ্রেষ্ঠা জোড়া গোল করায় স্বস্তিতে বাংলা শিবির। সুরজিৎ, রবি হাঁসদা, টোটন দাস, সৌভিক কর সকলেই গোল পাচ্ছেন। দুই ম্যাচে রক্ষণ অটুট রেখে কোনও গোল হজমও করেনি দল। তাই অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সন্তোষের মূলপর্বে পা রাখতে চায় বিশ্বজিৎ ভট্টাচার্যর দল। কোলাপুর থেকে বাংলার কোচ বললেন, ‘‘মধ্যপ্রদেশকে সমীহ করছি। ওরা ভাল দল। আমরা কোনও প্রতিপক্ষকে হালকাভাবে নিই না। আমাদের লক্ষ্য সব ম্যাচ জিতে গ্রুপ সেরা হওয়া।’’

আরও পড়ুন-ঋণে সমস্যা, অমিত মিত্র চিঠি দিলেন সীতারমনকে

Latest article