প্রতিবেদন : এএফসি কাপে মাঠে নামার আগেই জোড়া ধাক্কা সবুজ-মেরুন শিবিরে। শনিবার শ্রীলঙ্কার ব্লু স্টারের বিরুদ্ধে ম্যাচ। কিন্তু এই ম্যাচে দলের দুই তারকা ফুটবলার রয় কৃষ্ণ ও সন্দেশ ঝিংগানকে পাচ্ছে না এটিকে মোহনবাগান। রক্ষণের সেরা স্তম্ভ সন্দেশ জাতীয় দলের হয়ে বেলারুশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন। ভেবেছিলেন এএফসি কাপের আগেই ফিট হয়ে যাবেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ফলে বাধ্য হয়েই শনিবারের ম্যাচে সন্দেশকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ জুয়ান ফেরান্দো।
আরও পড়ুন-সীমান্তে সরষেচাষিদের পাশে রাজ্য সরকার সৌরবিদ্যুতে তেলকল
অন্যদিকে, মোহনবাগানের সেরা গোলগেটার রয় কৃষ্ণ আবার দেশে ফিরে গিয়েছেন ঘনিষ্ঠ আত্মীয়ার মৃত্যুসংবাদ পেয়ে। ফলে ব্লু স্টারের বিরুদ্ধে তিনিও নেই। রক্ষণ এবং আক্রমণভাগের সেরা দুই ফুটবলারকে না পাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা। কৃষ্ণর অনুপস্থিতিতে, গোলের জন্য দুই বিদেশি তারকা হুগো বুমোস ও ডেভিড উইলিয়ামসই ভরসা বাগানের। অন্যদিকে, সন্দেশ না খেলায় রক্ষণে বাড়তি দায়িত্ব পালন করতে হবে তিরিকে।
ফেরান্দো অবশ্য নেতিবাচক দিক নিয়ে ভাবতে রাজি নন। বাগান কোচ সোমবার মিডিয়ার মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন, ‘‘রয় কৃষ্ণ কালকের ম্যাচে নেই। সন্দেশকেও সম্ভবত পাওয়া যাবে না। তবে দু’বছর পর কাল স্টেডিয়ামে দর্শকরা থাকবেন। আমরা প্রত্যেকে এটা ভেবেই উত্তেজিত। ফুটবলাররাও সমর্থকদের সামনে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছে।’’ বাগানের আরেক বিদেশি তারকা জনি কাউকোর বক্তব্য, ‘‘এএফসি কাপ আমাদের সামনে নিজেদের আরও একবার প্রমাণ করার মঞ্চ। আইএসএলের হতাশা কাটানোর জন্য। তবে এই মুহূর্তে আমাদের একমাত্র লক্ষ্য এএফসি কাপে সেরা ফুটবল উপহার দেওয়া।’’
আরও পড়ুন-বাড়ি বাড়ি প্রচারে জোর তৃণমূলের পঞ্চায়েত নির্বাচন
এদিকে, স্বস্তিতে নেই মোহনবাগানের প্রতিপক্ষ ব্লু স্টারও। চোট এবং ভিসা সমস্যায় দলের অধিনায়ক ও সহ-অধিনায়ককে শনিবারের ম্যাচে পাচ্ছে না শ্রীলঙ্কার ক্লাব। এদিন ব্লু স্টার কোচ বান্দা সমরকুন বলেন, ‘‘আমাদের টিমেক ক্যাপ্টেন এরাঙ্গা ভিসা পায়নি। অন্যদিকে, ভাইস ক্যাপ্টেন লাহিরুর চোট রয়েছে। তাই কালকের ম্যাচে ওদের পাচ্ছি না।’’
এই পরিস্থিতিতে তিন বিদেশি ফুটবলারের উপরে ভরসা রাখছেন ব্লু স্টার কোচ। তিনি আরও বলেন, ‘‘শ্রীলঙ্কা এই মুহূর্তে কী ধরনের আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে চলেছে, তা কারও অজানা নয়। এর প্রভাব খেলাধুলোর উপরেও পড়েছে। আমারা সেভাবে প্রস্তুতি নিতে পারিনি। তার উপরে এটিকে মোহনবাগানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে হবে। তাও আবার ওদের ঘরের মাঠে। তবে আমার ফুটবলাররা শেষ মিনিট পর্যন্ত লড়াই করবে।’’
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…