মেলবোর্ন, ১১ জানুয়ারি : রবিবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫ শুরু হচ্ছে। গতবারের চ্যাম্পিয়ন জানিক সিনার খেতাব রক্ষার অভিযানে নামছেন সোমবার। বিশ্বের এক নম্বর ইতালীয় টেনিস তারকাকে ডোপিং বিতর্কের ঝড় সামলাতে হয়েছে গত কয়েক মাসে। এখনও আইনি লড়াই চলছে। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (ক্যাস) শুনানি আগামী ১৬ ও ১৭ এপ্রিল। তার আগে মেলবোর্নের নীল কোর্টে ডোপিং ছায়ার বিরুদ্ধেও লড়তে হবে সিনারকে।
আরও পড়ুন-নন্দীগ্রামের টাকাপুরা সমবায় এল তৃণমূল কংগ্রেসের হাতে
লড়াই শুধু সিনারের নয়, মেয়েদের টেনিসে বিশ্বের দু’নম্বর ইগা সুইয়াটেকেরও। পাঁচ গ্র্যান্ড স্ল্যাম জয়ী পোলিশ তারকাকে একমাসের নির্বাসনেও থাকতে হয়েছে। অনিচ্ছাকৃত ভুলের জন্য বড় শাস্তির হাত থেকে রক্ষা পান ইগা। মেলবোর্নে এসে বললেন, ‘‘আমার জীবনের খুব কঠিন অধ্যায় ছিল। কেরিয়ার নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলাম।’’ কিন্তু সিনারকে নিয়ে জল বহুদূর গড়িয়েছে। সরব হয়েছেন নোভাক জকোভিচরা। মাসাজ থেরাপির ক্রিম ব্যবহারের কারণে শরীরে স্টেরয়েডের মাত্রা বেড়ে গিয়েছিল সিনারের। বিশ্ব টেনিস সংস্থা ইতালীয় তরুণকে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিলেও ওয়াডা সিদ্ধান্তের বিরুদ্ধে ক্যাসে আবেদেন করে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর উদ্যোগে ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স
অস্ট্রেলিয়ান ওপেনে নামার আগে সিনার বলেছেন, ‘‘ডোপিংয়ের বিষয়টি নিয়ে আমি যতটুকু জানি, বাকিরা ততটুকুই জানে বলেই মনে হয়। কিন্তু মেলবোর্ন পার্কে নামার আগে যদি বলি এটা আমার মাথায় নেই, সম্পূর্ণ ভুলে গিয়েছি তাহলে মিথ্যা বলা হবে। আমি এখানে গ্র্যান্ড স্ল্যামের প্রস্তুতি নিচ্ছি। ফোকাস এখন পুরোপুরি টেনিসে।’’
রবিবারই অস্ট্রেলিয়ান ওপেনে কঠিন পরীক্ষার সামনে ভারতের সুমিত নাগাল। সিঙ্গলসে তাঁর চেক প্রতিপক্ষ টমাস মাশাক। আরও আগ্রাসী টেনিস খেলতে ফুটওয়ার্কের উন্নতি ঘটিয়েছেন সুমিত।