আজ টেট আন্দোলন অযৌক্তিক, দ্রুত শূন্যপদ ঘোষণা : ব্রাত্য

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। সেই সঙ্গে তিনি জানিয়ে দিলেন খুব শীঘ্রই ২০২২-এর টেটের শূন্যপদের ঘোষণা করা হবে

Must read

প্রতিবেদন : আজকের টেট পরীক্ষার্থীদের বিধানসভা অভিযান ও আন্দোলন একেবারেই অর্থহীন ও অযৌক্তিক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। সেই সঙ্গে তিনি জানিয়ে দিলেন খুব শীঘ্রই ২০২২-এর টেটের শূন্যপদের ঘোষণা করা হবে।

আরও পড়ুন-এক বছর বাড়ল এলটিসির মেয়াদ, রাজ্যের সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নবান্নের

এদিন তিনি বলেন, ”এমন সময়ে এই আন্দোলন করা হচ্ছে, যেখানে কয়েক দিন আগেই পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যে আর কিছুদিনের মধ্যেই শূন্যপদের তালিকা ঘোষণা করা হবে। খুব সম্ভবত আগামী দু-একদিনের মধ্যে তালিকা প্রকাশিত হবে। সেখানে দাঁড়িয়ে এই আন্দোলনের পিছনে কী উদ্দেশ্যে আছে আমি জানি না। খোদ পর্ষদ সভাপতিও কয়েকদিন আগে এই কথাই বলেছেন। তবে ওঁরা শূন্যপদ নিয়ে যেটা বলছেন সেটা ঠিক নয়। কারণ, শূন্যপদের সংখ্যা নির্দিষ্ট করে এখনই বলা সম্ভব নয়। এটা আসে জেলাগুলি থেকে। জেলাগুলির পুরো রিপোর্ট পাওয়ার পরই এটা বলা সম্ভব। তাই শূন্যপদের সংখ্যা নিয়ে আন্দোলনকারীদের দাবিও তিনি উড়িয়ে দেন। তিনি আরও বলেন, আমি প্রাথমিকের চাকরি প্রার্থীদের আশ্বস্ত করে বলছি, জেলাস্তরে শূন্যপদের তালিকা তৈরির কাজ প্রায় শেষ। চূড়ান্ত তালিকা পেলেই নোটিফিকেশন জারি হবে। তাই এই অবস্থায় দাঁড়িয়ে এখন আর এই জাতীয় আন্দোলনের কোনও মানে হয় না।”

Latest article