চোখে আঙ্গুল দিয়ে ফের একবার দেখানো হল উত্তরপ্রদেশের (UttarPradesh) নৈরাজ্য। শ্রীনগরে নিজের কাজে যোগ দিতে যাওয়ার পথে উত্তরপ্রদেশের মিরাটে ভারতীয় সেনার এক জওয়ানকে টোল প্লাজায় বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই গোটা সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে জওয়ানকে মারধরের সেই ভিডিয়ো। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে টোল প্লাজার ৪ কর্মীকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন-ঝাড়খণ্ডের স্কুল হস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড
জানা গিয়েছে, কপিল কাভাড় নামে ওই জওয়ান রাজপুত রেজিমেন্টের সদস্য। শ্রীনগরে তাঁর পোস্টিং তবে কিছুদিন আগে ছুটি নিয়ে দিল্লিতে নিজের বাড়িতে গিয়েছিলেন। ফের কাজে যোগ দিতে নিজের ভাইয়ের সঙ্গে গাড়িতে দিল্লি বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন তিনি। দিল্লি থেকে শ্রীনগরে ফেরার ফ্লাইট ছিল। সেই সময় পথে ভুনি টোল প্লাজায় গাড়ির লম্বা লাইন পড়েছিল। বেশি দেরি হলে ফ্লাইট পাবেন না সেই চিন্তায় গাড়ি থেকে নেমে টোল প্লাজার কর্মীদের সঙ্গে কথা বলতে যান তিনি। কিন্তু সেই সময়েই টোল প্লাজার কর্মীদের সঙ্গে একপ্রকার ঝামেলায় জড়িয়ে পড়েন কপিল। বচসার মাঝেই হঠাৎ করেই কপিল ও তাঁর ভাইকে মারধর করতে শুরু করেন বুথের কর্মীরা। ভাইরাল সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, চার-পাঁচজন কর্মী কপিলকে টানতে টানতে নিয়ে এসে একটি খুঁটিতে হাত বেঁধে লাঠি দিয়েও মারধর করছেন।
আরও পড়ুন-গেরুয়া রাজ্যে ড্রাম খুলতেই বেরল পচা দেহ
প্রসঙ্গত, পুলিশ সুপার রাকেশ কুমার মিশ্র এই ঘটনা প্রসঙ্গে জানান, এই ঘটনায় ওই সেনাকর্মীর পরিবার ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের দু’টি দল ঘটনার তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চারজন অভিযুক্তকে আটক করা হয়েছে।