বিশেষ দিনে বাংলা ছবি মুক্তি নিয়ে অভিনব সিদ্ধান্ত নিল টলিউড

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গের সব সিনেমা হলে বাংলা সিনেমাকে প্রাধান্য দিয়ে প্রাইম টাইম শো দেওয়ার ঘোষণা আগেই হয়েছে।

Must read

প্রতিবেদন : উৎসবের মরশুম অথবা বছরের বিশেষ দিনগুলোতে ছবি মুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত নিল টলিপাড়া। বাংলা ছবির স্বার্থে বুধবার কীভাবে সিনেমা মুক্তি পাবে তা নিয়ে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত এবং রাজ্য সরকারের গঠিত বিশেষ স্ক্রিনিং কমিটির বৈঠকে এক অভিনব সিদ্ধান্ত গ্রহণ করা হল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গের সব সিনেমা হলে বাংলা সিনেমাকে প্রাধান্য দিয়ে প্রাইম টাইম শো দেওয়ার ঘোষণা আগেই হয়েছে।

আরও পড়ুন-আইএসআই সরানোর চক্রান্ত চলছে : পূর্ণেন্দু বসু

মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে গোটা বছরে বাংলা ছবির মুক্তির জন্য ১১টি বিশেষ দিন নির্দিষ্ট করা হবে। এর মধ্যে থাকছে নেতাজির জন্মদিন, সরস্বতী পুজো, বাঙালির পয়লা বৈশাখ, মে মাসের দুটি পর্যায় অর্থাৎ যে সময় গরমের ছুটি থাকবে (১-১৫ মে ও ১৫-৩১ মে,), ইদ, স্বাধীনতা দিবস, দুর্গাপুজো, কালীপুজো এবং বড়দিন। নিয়ম অনুসারে যে প্রযোজনা সংস্থা বছরে ছটি বড় ছবি নিয়ে আসবে তাদের বিশেষ প্রাধান্য দেওয়া হবে। তারা চারটি উৎসবের দিনে মুক্তির সুযোগ পাবে। এক বছরে চারটি ছবি করলে সেক্ষেত্রে দুটি উৎসবের দিন মিলবে মুক্তির জন্য। আর যে প্রযোজকরা ২ বা ৩টি ছবি তৈরি করবেন তাঁরা সিনেমা রিলিজের জন্য তালিকা অনুযায়ী যে কোনও একটা বিশেষ মরশুম পাবেন। নতুন নিয়মে শর্ত রাখা হয়েছে, কোনও বড় প্রযোজনা সংস্থা নির্দিষ্ট উৎসবের ছবি মুক্তির দিনগুলির আগে বা পরে টানা ১৪ দিনের মধ্যে, তাঁদের নতুন ছবি রিলিজ করতে পারবেন না। এই সিদ্ধান্তের মাধ্যমে একদিকে যেমন বেশি ছবি করার ব্যাপারে প্রযোজক-পরিচালকদের উৎসাহ দেওয়া হবে, আর একই সময়ে একাধিক ছবি মুক্তির জট কাটবে।

Latest article