টম মোহনবাগানেই, সম্মতি মোলিনার

আগামী মরশুমে মোহনবাগানেই থাকছেন টম অলড্রেড। এক বছরের চুক্তি বাড়ল তাঁর সঙ্গে। মুম্বই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি-র প্রস্তাব ছিল টমের কাছে।

Must read

প্রতিবেদন : জল্পনার অবসান। আগামী মরশুমে মোহনবাগানেই থাকছেন টম অলড্রেড। এক বছরের চুক্তি বাড়ল তাঁর সঙ্গে। মুম্বই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি-র প্রস্তাব ছিল টমের কাছে। কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এ খেলবে মোহনবাগান। দল আইএসএল দ্বিমুকুট জিতেছে। তাই ভারতের সবচেয়ে সফল ক্লাবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অলড্রেড।

আরও পড়ুন-স্মার্ট কলকাতায় এবার এসে গেল নয়া অ্যাপ, হোয়ার ইজ মাই বাস!

মোহনবাগানের আইএসএল দ্বিমুকুট জয়ের অন্যতম কারণ সবুজ-মেরুন রক্ষণের ক্লিন-শিট রাখা। নেপথ্যে স্কটিশ বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলারের অবদানও কম নয়। তাই আগামী মরশুমেও স্প্যানিশ সেন্টার ব্যাক আলবার্তো রডরিগেজের সঙ্গেই রক্ষণে জুটি বাঁধছেন অলড্রেড। অলড্রেডের টিমে থাকা বা না থাকা নিয়ে নানা জল্পনা চলছিল। কোচের সিদ্ধান্তের অপেক্ষায় ছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। সূত্রের খবর, কোচ মোলিনার সবুজ সংকেত পাওয়ার পরই টমের সঙ্গে এক বছরের চুক্তি করে ফেলা হয়।
টম নিশ্চিত হয়ে যাওয়ার পর গ্রেগ স্টুয়ার্ট ও নুনো রেইজের ভবিষ্যৎ নিয়ে চর্চা অব্যাহত। তবে মোলিনা দুই ফুটবলারকে নিয়ে এখনও তাঁর সিদ্ধান্ত ম্যানেজমেন্টকে জানাননি। আশা করা হচ্ছে, আগামী দিন কয়েকের মধ্যেই দুই বিদেশিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন মোহনবাগান কোচ। তবে স্টুয়ার্ট ও নুনোর থাকার সম্ভাবনা বেশ কম বলেই সূত্রের খবর। এদিকে মুম্বই থেকে ট্রান্সফার ফি দিয়ে মেহতাব সিংকে নিতে চাইছে মোহনবাগান। ভারতীয় ডিফেন্ডারকে নিয়েও এখনও সিদ্ধান্ত হয়নি।

Latest article