দেশজুড়ে চলছে কোভিডের বিরুদ্ধে যুদ্ধ। ডায়মন্ড হারবারে চলছে কর্মযজ্ঞ। অগ্রগণ্য বাংলা এবং অবশ্যই ডায়মন্ড হারবার সংসদীয় এলাকা। ডায়মন্ড হারবার জুড়ে কোভিডের বিরুদ্ধে চলছে যুদ্ধ। নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে ৩০ হাজার টেস্টিংয়ের চ্যালেঞ্জ অন্যদিকে মেগা কন্ট্রোল রুম, ডক্টর অন হুইলস, সেফ হোম, ডবল মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা সহ নানা পদক্ষেপ করা হয়েছে। সেই পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল বৃহস্পতিবার ডায়মন্ড হারবার যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
আরো পড়ুন: সকাল থেকে টেস্টিং: ডায়মন্ড হারবারে কমছে আক্রান্তের সংখ্যা
পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি (Abhishek Banerjee)। যাবেন ডায়মন্ড হারবার এবং মহেশতলায়। ঘুরে দেখবেন কোয়ারেন্টাইন সেন্টার। কথা বলবেন প্রশাসনের কর্তাদের সঙ্গে। করবেন বৈঠক।
ইতিমধ্যে বুধবার ডায়মন্ড হারবারের টেস্টিং রিপোর্ট বলছে সংক্রমণ কমছে এলাকায়। এই সংক্রমণের মাত্রা দিন দশেকের মধ্যে ২ শতাংশের নীচে নামিয়ে আনতে প্রশাসন বদ্ধপরিকর।