শেষ দিনে তৃণমূল ঝড়, কাল ভোট

Must read

প্রতিবেদন : আর ২৪ ঘণ্টাও নয়, রাজ্যের ছ’টি কেন্দ্রের উপনির্বাচন (By Election)। ভোটাররা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। সোমবার ছিল শেষ প্রচার। শেষ বেলাতেও প্রচারে ঝড় অব্যাহত তৃণমূল কংগ্রেসের। সিতাইয়ের সঙ্গীতা রায়, মাদারিহাটের জয়প্রকাশ টোপ্পো, মেদিনীপুরের সুজয় হাজরা, নৈহাটির সনৎ দে, হাড়োয়ার রবিউল ইসলাম ও বাঁকুড়ার ফাল্গুনি সিংহ বাবু, এই ৬ তৃণমূল প্রার্থীকে কেন্দ্র করে প্রথমদিন থেকেই ছিল মানুষের প্রবল উচ্ছ্বাস-উদ্দীপনা। নির্বাচনের (By Election) দিন যত এগিয়েছে, ততই মিছিল- মিটিং- সভা— সবক’টি জায়গায় মানুষের ভিড় বেড়েছে। শেষ দিনের প্রচারে উত্তরে মাদারিহাট এবং সীতাইয়ে দলীয় প্রার্থীদের প্রচারে আসেন সাংসদ ইউসুফ পাঠান। মেদিনীপুরে দলীয় প্রার্থী সুজয় হাজরাকে নিয়ে প্রচারে নামেন সাংসদ সায়নী ঘোষ, মন্ত্রী মানস ভুঁইয়া-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বাঁকুড়ার তালডাংরাতেও প্রচারে ছিলেন সাংসদ অরূপ চক্রবর্তী। নৈহাটিতেও প্রার্থী ছিলেন ঝোড়ো প্রচারে। হাড়োয়াতে প্রার্থী রবিউল ইসলামকে নিয়ে প্রচারে ছিলেন মন্ত্রী সুজিত বসু। রাজ্য সরকারের উন্নয়নকে সামনে রেখে মানুষের দরজায় গিয়েছেন তৃণমূল প্রার্থীরা। মানুষের বিপুল সাড়াও পেয়েছেন তাঁরা। এবার মানুষের রায়ের পালা। তবে ৬ কেন্দ্রেই তৃণমূলের জয় নিশ্চিত এই বিশ্বাস রয়েছে প্রার্থীদের।

আরও পড়ুন- ডায়মন্ড হারবার মামলা: সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ আদালতের

Latest article