আগামিকাল, শুক্রবার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (Dhupguri By-election Result) ফল ঘোষণা। এই নির্বাচন নিছকই একটা উপনির্বাচন হলেও লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সব রাজনৈতিক দল। ৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ভোটগণনার মধ্যে দিয়ে। কিন্তু ফলাফলের আগেই হারের আশঙ্কায় গণনায় কারচুপির চেষ্টার অভিযোগ তুলেছে বিজেপি।
তবে ভোট পর্বের মতোই গণনা পর্বেও সবরকম অশান্তির ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। গণনা কেন্দ্রের ২০০মিটারের মধ্যে আজ থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। গণনা কেন্দ্র ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। আগামিকাল ভোট গণনা শুরু হবে সকাল আটটায়।
আরও পড়ুন-জৈন সম্প্রদায়ের অনুষ্ঠানে শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর
প্রথম পর্যায়ে রাজ্যের সশস্ত্র পুলিশ, দ্বিতীয় পর্যায়ে থাকবে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ও তৃতীয় স্তরে থাকবে কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনী। গণনা কেন্দ্রে প্রবেশ করতে গেলে সাদা কাগজ ও পেন ছাড়া আর কোন কিছু নিয়েই প্রবেশ করা যাবে না। ২টি হলে গণনা চলবে। ২৮টি টেবিল, ৯ রাউন্ড গণনা হবে। ধূপগুড়িতে (Dhupguri By-election Result) ভোটদানের চূড়ান্ত হারও এদিন প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শেষ পর্যন্ত ওই কেন্দ্রে মোট ভোট পড়েছে ৭৮.১৯%।