প্রতিবেদন : আইএসএলে হারের হ্যাটট্রিক করে শনিবার চেন্নাইয়িন এফসি (East bengal-Chennaiyin fc) ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নামছে ইস্টবেঙ্গল। কার্লেস কুয়াদ্রাতের দলকে আবার খেলতে হবে চেন্নাইয়ের মাঠে। ফলে চাপ রয়েছে গোটা দলের উপর। টানা চার হার আটকানোর লড়াই লাল-হলুদের। পারবে কি তারা? তার উপর চোট-আঘাত সমস্যায় জেরবার দল। স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা চোট সারিয়ে পুরো ফিট নন। হালকা চোট রয়েছে দলের আরও কয়েকজন ফুটবলারের। তবে কোচ কার্লেস কুয়াদ্রাত মনে করছেন, চোট আঘাত খেলার অঙ্গ। অজুহাতের জায়গা নেই।
তিন সপ্তাহের ফিফা উইন্ডোর সময়টা দলের প্রস্তুতির কাজে লাগিয়েছেন ইস্টবেঙ্গল কোচ (East bengal-Chennaiyin fc)। কুয়াদ্রাত বলেছেন, ‘‘জাতীয় দলের নাওরেম মহেশ, নন্দকুমাররা না থাকলেও বাকিদের নিয়ে আমরা প্রস্তুতি সেরেছি। দলের সবাই নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ানোর চেষ্টা করেছে। আমাদের এখন মাঠে নিজেদের কাজটা করতে হবে। আমরা একটা বিশেষ মুহূর্তের খোঁজে রয়েছি। তাহলেই দলের ঘুরে দাঁড়ানোর কাজটা আরও সহজ হয়ে যাবে। চেন্নাইয়িন ভাল দল। ওরা শুরুর থেকে এখন অনেক ভাল খেলছে। আমাদের জিততেই হবে।’’
গত কয়েকদিনের ইস্টবেঙ্গল অনুশীলনে দেখা গিয়েছে ফিনিশিংয়ের উপর জোর দিতে। বুধবারই জাতীয় দলের তিন ফুটবলার লালচুংনুঙ্গা, নাওরেম মহেশ সিং ও নন্দকুমার অনুশীলনে যোগ দিয়েছেন। অ্যাটাকিং থার্ডে গিয়ে গোলে শট নেওয়ার ক্ষেত্রে দেরি করে ফেলছেন ফুটবলাররা। তাই প্রতিদিনের প্র্যাকটিসে গোলে শট মেরে ফিনিশিং নিখুঁত করার মহড়াও সেরেছেন ক্লেটন সিলভা, ভিপি সুহেররা। বোরহা খেলতে না পারলে হিজাজি মাহেরকে খেলানোর ভাবনাও রয়েছে কুয়াদ্রাতের।
আরও পড়ুন-সূর্য, রিঙ্কুর ব্যাটে বাজিমাত