আন্তর্জাতিক

সোমবার বৈঠক, চলছে একই ধাঁচে বাংলাদেশি বালখিল্যতা

প্রতিবেদন : ঢাকার সঙ্গে আলোচনার জন্য সোমবার বাংলাদেশ যাচ্ছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি। তার আগে ফের আরও এক দফা ভারত-বাংলাদেশ (Bangladesh) দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা তৈরি করার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি। এসব উসকানিতে কান দিচ্ছে না নয়াদিল্লি। শান্তির পথ খোলা রাখা আছে, এই বার্তা দিতে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ প্রদর্শন চলছে এপার বাংলায়।
বাংলাদেশের (Bangladesh) তরফে গত কয়েকদিন ধরে দাবি করা হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপের দায় কেবলই ভারতের। অথচ প্রায় প্রতিদিনই সে দেশের মাটিতে ভারত-বিদ্বেষী উসকানিমূলক মন্তব্য করা হচ্ছে। প্রাক্তন সেনাপ্রধানদের মিছিল থেকে চারদিনের মধ্যে কলকাতা দখলের হুমকি দেওয়া হয়েছে। বাংলাদেশি সেনার ক্ষমতা প্রদর্শনেরও হুঁশিয়ারি দেন তাঁরা। এখানেই শেষ নয়। ভারতে তৈরি কাপড় পোড়ানো হয় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভির নেতৃত্বে। তারপরই তিনি ভারতের তিন রাজ্য বাংলা, বিহার, ওড়িশাও দাবি করেন।
প্রকাশ্যে এই জাতীয় উসকানিমূলক কাণ্ডের পরও নীরব ইউনুস সরকার। ফলে আরও মাথাচাড়া দিচ্ছে সে দেশের মৌলবাদী সংগঠনগুলি। ভারতের ইসকনের তরফে প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে, সেখানকার ইসলামি ও মৌলবাদীরা ইসকনকে বাংলাদেশ নিষিদ্ধ করার ডাক দিচ্ছে। শুধু তাই নয়, ইসকনকে নিষিদ্ধ করার জন্য সরকারকে রীতিমতো ডেটলাইন বেঁধে দিয়েছে মৌলবাদীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, মৌলবাদীরা হুমকির সুরে ইউনুস সরকারের কাছে দাবি জানাচ্ছে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এই পরিস্থিতিতে ভারতের রামকৃষ্ণ মিশনের তরফে চিন্ময় দাসের মুক্তির আবেদন জানানো হয়েছে, ঠিক তখনই রবিবার ফের চিন্ময় দাস-সহ ১৬৪ জনের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের হয়েছে।
উত্তপ্ত পরিস্থিতিতেই সোমবার বিদেশসচিব বিক্রম মিশ্রির বাংলাদেশ সচিবের সঙ্গে বৈঠক। সেখানেও যে খুব একটা কড়া বার্তা ভারতের তরফ থেকে দেওয়া হবে না শনিবারই তার প্রমাণ মিলেছে। শিলিগুড়ির ফুলবাড়িতে সীমান্তে যৌথ প্রদর্শনী করে বিএসএফ ও বিজিবি। এক বিএসএফ আধিকারিক জানান, দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোনও সমস্যা নেই।
এরই মধ্যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন থামার কোনও লক্ষণ নেই। বরং তা বেড়েই চলেছে। ইসকনের আরও একটি মন্দিরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় মৌলবাদীরা। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে কলকাতায় ইসকনের ভাইস-প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেছেন, এটা খুবই ভয়ঙ্কর। এখন ডেটলাইন বেঁধে ইসকনকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে, সে দেশের সরকারকে। সরকার যদি এখনই এই সব লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আগামীতে আরও ভয়ঙ্কর দিন আসতে চলেছে। সংখ্যালঘুদের ওপর অত্যাচারে উদ্বিগ্ন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ইউনুস সরকারকে রাজধর্ম পালনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, একাত্তরে মুক্তিযুদ্ধে শহিদদের অবদানের কথা মনে রাখতে হবে।

আরও পড়ুন: কৃষক-পুলিশ হাতাহাতি! শম্ভু সীমান্তের রণক্ষেত্র

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago