খেলা

শামি-জয়ের অপেক্ষায় ময়দান

চিত্তরঞ্জন খাঁড়া: ছেঁড়া চপ্পল আর ছেঁড়া জিন্স পরে ময়দানে ডালহৌসি ক্লাবে ট্রায়াল দিতে আসা ছেলেটিই আজ বিশ্বজয়ের মঞ্চে। ময়দান জানে মহম্মদ শামির রূপকথার উত্থানের গল্প। রবিবার আমেদাবাদে চোখ থাকবে ময়দানে শামিকে (India vs Australia) চেনানো পর্দার আড়ালে থাকা কুশীলবদের।
বনগাঁর নির্মাল্য সেনগুপ্ত, যিনি ময়দানে অপু নামে পরিচিত, বছর ১৫ আগে শামিকে প্রথম বাংলায় এনেছিলেন। বনগাঁয় অ্যাকাডেমি চালান নির্মাল্য। বলছিলেন, ‘‘শামির জন্য আমরা কতটা গর্বিত সেটা বলে বোঝাতে পারব না। বনগাঁয় ওকে যখন এনেছিলাম এখানে খেপ পর্যন্ত খেলেছিল। কিন্তু আমি ওকে একটা ক্লাবে খেলার ব্যবস্থা করার জন্য চেষ্টার ত্রুটি রাখিনি। ডালহৌসি ক্লাবের কাছে তাই আমি কৃতজ্ঞ। ফাইনালেও শামির কাছ থেকে দুর্দান্ত স্পেল আশা করছি। ও বিশ্বকাপ জিতলে আমারও যে স্বপ্নপূরণ হবে।’’
ময়দানে তারকা পেসারের শুরুর দিনগুলো এখনও চোখের সামনে ভাসছে তৎকালীন ডালহৌসি ক্লাবের কোচ শ্রীমন্ত হাজরার। বলছিলেন, ‘‘অপু আমার কাছে শামিকে যেদিন নিয়ে এল সেদিন ওর চেহারা, পোশাক দেখে একেবারেই প্রভাবিত হইনি। তার উপর ক্লাবের অনুশীলন শেষ হওয়ার পর আসে। আমি চলে যেতে বলি। কিন্তু চলে যাওয়ার সময় আমার কী মনে হল, ওকে কাছে ডেকে নিই। বলেছিলাম, কয়েকটা বল করতে। আশ্চর্য হয়ে যাই, ওর সিম পজিশন আর বোলিং রান-আপ দেখে। এরপর ওকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিই।’’ না থেমে বলে চললেন, ‘‘ডালহৌসিতে এক মরশুমে ১৬-১৭টা উইকেট নিয়েছিল। এরপর টাউন ক্লাবের দেবুদা (দেবব্রত দাস) আমার কাছ থেকে শামিকে নেয়। টাউন হয়ে মোহনবাগানে খেলে। দেবুদা নিজের বাড়িতে ওর থাকার ব্যবস্থা করে দেয়। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বাংলা হয়ে জাতীয় দল (India vs Australia)। স্বপ্নের দৌড়। সেই ছেলেকে এবার বিশ্বকাপে এমন ফর্মে দেখে আমার গায়ে যেন কাঁটা দিচ্ছে। শামির জন্যই বিশ্বকাপটা জেতা দরকার ভারতের। আমিও গর্ব করে বলতে পারব পুরনো ছাত্রের রূপকথার গল্প।’’
লক্ষ্মীরতন শুক্লার মুখে প্রথম তরুণ শামির কথা শুনেছিলেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়। লুকিয়ে একদিন টাউন-পোর্ট ম্যাচ দেখতে গিয়েছিলেন তৎকালীন বাংলার নির্বাচক প্রধান। শামি তখন খেলছিলেন টাউনের হয়ে। সম্বরণের কথায়, ‘‘আমি দেরিতে মাঠে যাই। ততক্ষণে শামি ৪ উইকেট তুলে নিয়েছে। আমি টাউনের কোচকে বলি, ওকে হাওয়ার বিপরীতে বোলিং করাতে। তারপরও ২ উইকেট নেয়। বাংলার ৩০ জনের দলেই ছিল না। ওই বোলিং দেখে শামিকে আমরা প্রথম একাদশে জায়গা করে দিয়েছিলাম। এরপর ওর দৌড় আর থামেনি। ভারত বিশ্বকাপ না জিতলেও আমি চাইব, শামির হাতেই যেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে। বাঙালি না হয়েও যে ও আমাদের ঘরের ছেলে। বড় আপন।’’

আরও পড়ুন- কাপ জিততে চাই কোচের জন্য : রোহিত

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

9 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

9 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

9 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

9 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

9 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

9 hours ago