প্রতিবেদন : রাত পোহালেই শনিবার মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা ভোটের গণনা (election result)। গণনা (election result) হবে কেরলের ওয়ানাড়ে-সহ দুটি লোকসভা আসনের উপনির্বাচনেরও। এদিনই ফলাফল ঘোষিত হবে উত্তরপ্রদেশের ৯ বিধানসভা কেন্দ্র-সহ বিভিন্ন রাজ্যের মোট ১৫টি বিধানসভা আসনের উপনির্বাচনের। এখনও পর্যন্ত নির্বাচনী বিশেষজ্ঞদের কাছে যা খবর, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র— এই দুটি রাজ্যই ঝুঁকে রয়েছে ইন্ডিয়া জোটের দিকে। বিজেপি প্রভাবিত বুথফেরত সমীক্ষাকে তাঁরা গুরুত্ব দিতে রাজি নন আদৌ। লক্ষণীয়, ঝাড়খণ্ডের ৮১ আসনে ভোটগ্রহণ হয়েছিল ১৩ এবং ২০ নভেম্বর দু-দফায়। আর মহারাষ্ট্রে ২৮৮ আসনে ভোটগ্রহণ হয় ২০ নভেম্বর, এক দফাতেই। এর মধ্যে মানুষের সবচেয়ে বেশি আগ্রহ নিশ্চিতভাবেই মহারাষ্ট্রকে ঘিরেই। কারণ, তথ্যের দাবি, রাজ্যকে গেরুয়া শাসনমুক্ত করতে চাইছে আমজনতা।
আরও পড়ুন-বাচ্চাদের মাথায় হেলমেট না পরালেই জরিমানা! কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের