প্রতিবেদন : রাত পোহালেই মকরসংক্রান্তির পুণ্যস্নান শুরু হবে। ইতিমধ্যেই লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে পৌঁছেছেন গঙ্গাসাগরে (Gangasagar)। যদিও এই আসা শুরু হয়েছিল অনেক আগে থেকেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সরজমিনে খতিয়ে দেখে গিয়েছেন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। ২৪ ঘণ্টা সতর্ক রয়েছে প্রশাসন। ১,১৫০টি ক্যামেরার মাধ্যমে চলছে লাগাতার নজরদারি। পুণ্যার্থীদের জন্য সবরকম ব্যবস্থা জারি রেখেছে রাজ্য সরকার। একডজন মন্ত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন। এই সাগরমেলার জন্য তাঁরা ঘাঁটি গেড়েছেন নিজ নিজ ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী নিজে কড়া নজর রাখছেন সবকিছুর উপর।
আরও পড়ুন-বিরোধীদের কুৎসার পাল্টা জবাব তৃণমূলের
ইতিমধ্যেই গঙ্গাসাগরে (Gangasagar) কয়েক লক্ষ পুণ্যার্থী পুণ্যস্নান সেরে বাড়ি চলেও গিয়েছেন। প্রশাসনের রিপোর্ট অনুযায়ী ১ তারিখ থেকে এখনও পর্যন্ত ৪২ লক্ষ পুণ্যার্থী পুণ্যস্নান সেরেছেন গঙ্গাসাগরে। এ রাজ্য তথা ভিন রাজ্যের পুণ্যার্থীর ভিড়ে উপচে পড়ছে গঙ্গাসাগরে। এ বছর প্রয়াগে কুম্ভমেলা থাকলেও গঙ্গাসাগরের পুণ্যার্থীদের ভিড়ে কমতি নেই। কেউ এসেছেন রাজস্থান, কেউ বিহার, কেউ উত্তরপ্রদেশ— আবার কেউ এ-রাজ্যের সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে। সমুদ্রতট বরাবর চলছে সচেতনতামূলক মাইকিং প্রচার। পুণ্যার্থীরা গভীর সমুদ্রে যাতে না নেমে পড়েন— সেইদিকে লক্ষ্য রাখা হচ্ছে, অন্যদিকে চুরি রুখতে সচেতন করা হচ্ছে পুণ্যার্থীদের। তবে মহাকুম্ভ থাকার কারণে এ-বছরের ভিড় অনেকটাই কম। তবে মেলার ব্যবস্থাপনা নিয়ে প্রত্যেকে সাধুবাদ জানাচ্ছে রাজ্য সরকারকে। গঙ্গাসাগর এসে পৌঁছেছেন পুরীর শঙ্করাচার্যও।