প্রতিবেদন : প্রতারণার হাত থেকে সাধারণ মানুষকে সচেতন করতে নিয়মিত প্রচার চালায় কলকাতা পুলিশ। এই প্রচারে কলকাতা পুলিশের ফেসবুক পেজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সচেতনার প্রচার মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে জনপ্রিয় গান, ছবির সংলাপ ব্যবহার করে কলকাতা পুলিশ। এবার অস্কারের মঞ্চে পুরস্কৃত হওয়ার কয়েকঘণ্টার মধ্যেই ‘আরআরআর’ সিনেমার হিট জুটি রামচরণ ও জুনিয়র এনটিআরকে নিয়ে সাইবার সচেতনার প্রচার করল কলকাতা পুলিশ।
আরও পড়ুন-বাংলা সহায়তা কেন্দ্র মডেল বাংলাদেশে
নিজেদের ফেসবুক পেজে ‘নাটু-নাটু’ গানের সঙ্গে নাচের স্টিল ছবি দিয়ে বার্তা দেওয়া হয়েছে, সঠিক যুগলবন্দি দিয়েই জয় করা যায়। অর্থাৎ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ করার পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের সাইবার শাখা জানিয়েছে, কঠিন পাসওয়ার্ড ও টু-ফ্যাক্টর অথেনটিকেশনের ফলে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল হ্যাকের সম্ভাবনা অনেকটাই কমে। পর্দায় রামচরণ ও এনটিআরের জুটির জয় হয়েছে। হিট তাঁদের যুগলবন্দি। ছবি দুই চরিত্রের মতোই ‘শক্তিশালী’ পাসওয়ার্ড তৈরি করতে বলা হয়েছে নেট নাগরিকদের।