সিবিআইয়ের হাতে ধৃত ইডির শীর্ষ আধিকারিক

২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ইডির এক উচ্চপদস্থ আধিকারিককে গ্রেফতার করল সিবিআই। ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লিতে।

Must read

প্রতিবেদন : ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ইডির এক উচ্চপদস্থ আধিকারিককে গ্রেফতার করল সিবিআই। ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লিতে। ধৃত ইডি আধিকারিকের নাম সন্দীপ যাদব। পদমর্যাদায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর।

আরও পড়ুন-মূল্যবৃদ্ধি, সংসদে প্রতিরোধের ঝড় তুলল তৃণমূল কংগ্রেস

এইরকম একজন উচ্চপদের অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এবং তার ভিত্তিতে অন্য একটি কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতারের ঘটনা নিঃসন্দেহে এজেন্সির বিশ্বাসযোগ্যতাকেই বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। মুম্বইয়ের এক অলংকার ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে। ব্যবসায়ীর ছেলেকে মামলা থেকে বাঁচিয়ে দেবেন এই প্রতিশ্রুতি দিয়েই ২০ লক্ষ টাকা নিয়েছেন অভিযুক্ত। এর আগেও একাধিকবার তার বিরুদ্ধে অভিযোগ উঠলেও উপযুক্ত প্রমাণের অভাবে প্রতিবারই ছাড় পেয়ে গিয়েছেন তিনি। এবার একেবারে হাতেনাতে ধরা পড়েছে।

Latest article