পাকিস্তানে গুলিতে ঝাঁঝরা লস্কর-ই-তৈবার শীর্ষ কম্যান্ডার আবু কাতাল

সূত্রের খবর, শনিবার রাতেই খুন হয়েছে লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার। এমন এক ভয়ঙ্কর জঙ্গি এভাবে খুন হয়ে যাওয়াকে কেন্দ্র করে ঘনিয়েছে গভীর রহস্য। 

Must read

প্রতিবেদন: আততায়ীর গুলিতে ঝাঁঝরা লস্করের মুখ্য অপারেশন কমান্ডার আবু কাতালের। হাফিজ সইদের সরাসরি নির্দেশে সে অপারেশন চালাত মূলত কাশ্মীর-সহ ভারতের বিভিন্ন জায়গায়। পাকিস্তানের (Pakistan) মাটিতে কে বা কারা কুখ্যাত জঙ্গিকে খতম করল তা নিয়ে পাকিস্তান সরকারের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। সূত্রের খবর, শনিবার রাতেই খুন হয়েছে লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার। এমন এক ভয়ঙ্কর জঙ্গি এভাবে খুন হয়ে যাওয়াকে কেন্দ্র করে ঘনিয়েছে গভীর রহস্য।

আরও পড়ুন-কিষাণ খেতমজুর সংগঠনের সম্মেলন, ২৬-র লক্ষ্যে একাধিক কর্মসূচি

দীর্ঘদিন ধরে ভারতের নিরাপত্তা আধিকারিকদের র্যাীডারেও ছিল কাতাল। ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর কাছে খবর ছিল কাশ্মীরে বহু হামলার নেপথ্যের মূলচক্রী এই জঙ্গি। খোদ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদ কাতালকে লস্করের সঙ্গে যুক্ত করে এবং হাফিজের নির্দেশেই সে কাজ করত। হাফিজেরই পরিকল্পনা অনুযায়ী হামলার ছক কষা এবং প্রশিক্ষিত জঙ্গিদের দিয়ে সেই নাশকতা ঘটানোর কাজ করতো এই কাতাল। পাশাপাশি পাকিস্তানে বসে এই কাশ্মীর থেকে জঙ্গি নিয়োগ করার দায়িত্ব ছিল তার উপর। ২০২৩ সালে আম জনতাকে টার্গেট করে রাজৌরিতে যে জঙ্গি হামলা হয়েছিল, সেই ঘটনায় এনআইএর চার্জশিটেও নাম ছিল আবু কাতালের।

Latest article