সিন্ধে নিহত শীর্ষ লস্কর জঙ্গি

Must read

প্রতিবেদন : অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের গুলিতে খতম হল লস্কর-ই-তইবার কুখ্যাত জঙ্গি (Lashkar terrorist) রাজানুল্লা নিজামনি। পাকিস্তানের সিন্ধপ্রদেশে রবিবার এই ঘটনাটি ঘটেছে। বাড়ি থেকে রাস্তায় বের হওয়ামাত্রই ৩ আততায়ী হামলা চালায় তার (Lashkar terrorist) উপর। এই জঙ্গি ভারতে তিনটি বড় হামলার মূল মাথা বলে জানা গিয়েছে। ২০০১ সালে উত্তরপ্রদেশের রামপুরে আধাসেনা ছাউনিতে হামলা, ২০০৫-এ ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে হামলা এবং ২০০৬-এ নাগপুরে সংঘের সদর দফতরে হামলার মূল মাথা ছিল এই জঙ্গি। পাকিস্তান সরকার তাকে নিরাপত্তা দিত। কিন্তু রবিবার বিকেলে বাড়ি থেকে বেরনোর পরেই একদল সশস্ত্র আততায়ী তাকে ঘিরে ধরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিয়ে চালিয়ে ঝাঁঝরা করে দেয় তাকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। লস্কর-ই-তইবার এই জঙ্গি রিক্রুটমেন্ট তহবিলে টাকা আদায়ের দায়িত্বে ছিল। নেপালে বিনোদ কুমার নামে লুকিয়ে থেকে ভারতে হামলা চালাত সে।

আরও পড়ুন-পাক পতাকায় লাগাম টানতে গুচ্ছ নির্দেশিকা নগরপালের

Latest article