জাতীয়

বাবুলকাণ্ডে বিজেপিতে বিশৃঙ্খলার ছবি বেআব্রু, প্রাক্তন মন্ত্রীর উপর চরম ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব

শৈলেন্দ্র কুমার, নয়াদিল্লি : লোকসভার স্পিকার ওম বিড়লা সঙ্গে দেখা করবেন ? ইস্তফা দেবেন বাবুল সুপ্রিয় ? প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ফেসবুক পোস্ট ঘিরে যখন এমনই জল্পনা ঘুরপাক খাচ্ছে রাজধানীর বুকে, তখন প্রায় মাঝরাতে অমিত শাহ ও জগৎপ্রকাশ নাড্ডার বাড়িতে গেলেন বাবুল।

বিশ্বস্ত সূত্রের খবর, শনিবার প্রায় মাঝরাতে নিজে গাড়ি চালিয়ে গিয়ে শাহ এবং নাড্ডা সঙ্গে দেখা করেন বাবুল। দলের দুই শীর্ষ নেতা তাঁকে তার মত পরিবর্তনের অনুরোধ করেন। এর ফলে তাঁর সুর কিছুটা নরম বলেও জানাচ্ছে বাবুলের ঘনিষ্ঠ মহল। তবে সোমবার সকালে তিনি সংসদে গিয়ে স্পিকারের সঙ্গে দেখা করতে পারেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ব্রোঞ্জ পদক জয়ী পিভি সিন্ধুকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মুখ‍্যমন্ত্রী

বিজেপি’র সদর দপ্তর ৬-এ, দীনদয়াল উপাধ্যায় মার্গ সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দলের যা অবস্থা তা নিয়ে এমনিতেই বিড়ম্বনার মধ্যে রয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তার উপর বাবুল সুপ্রিয়র দল থেকে সরে যাওয়া, সাংসদ পদ ছাড়া এবং রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণায় কার্যত তিতিবিরক্ত দলের শীর্ষ নেতারা। পশ্চিমবঙ্গে তথা গোটা দেশে বিজেপি’র মুখ বাঁচাতে তাই বাবুলকে ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা।

উল্লেখ্য, শনিবার বিকেলে ফেসবুকে প্রথমে দল ছাড়ার সিদ্ধান্ত পরে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া এবং দিল্লিতে মন্ত্রী হিসেবে তার পাওয়া বাংলোটি আগামী এক মাসের মধ্যে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন বাবুল সুপ্রিয়। নিজের সেই পোস্ট বারবার এডিট করেছেন। যার ফলে বিতর্ক আরও বেড়েছে।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলকে রেখেই কলকাতা প্রিমিয়ার লিগের সূচি প্রকাশ করল আইএফএ

ওই ঘটনায় নানা মহলে প্রশ্ন উঠেছে, একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এইভাবে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করছেন কেন ? সংসদে বাদল অধিবেশন চলছে। তিনি দিল্লিতেই রয়েছেন। ইস্তফা দিতে চাইলে করোনা পরিস্থিতির মধ্যে সংসদে না গিয়েও ইমেল মারফৎ স্পিকারকে চিঠি লেখাই যথেষ্ট। এতো কিছু সত্বেও এসবের কোনো কিছু না করেই বাবুল শুধুমাত্র ফেসবুক পোস্ট করে বাজার গরম করছেন। এবং তারপর দলের দুই শীর্ষ নেতার সঙ্গে গোপনে দেখাও করেছেন। সোজা পথে না হেঁটে ফেসবুক পোস্ট এবং বারবার তা সংশোধন করে নানা মহলে জল্পনার জন্ম দিয়েছেন তিনি। এই ঘটনায় বিজেপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের নমুনা যেভাবে বেআব্রু হয়েছে তাতে বাবুলের উপর চরম ক্ষুব্ধ দলের সব শিবিরই।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago