বন্দিপোরায় সেনার গুলিতে নিকেশ শীর্ষ লস্কর কমান্ডার, আহত ২ জওয়ান

Must read

কাশ্মীরের বন্দিপোরায় সকাল থেকেই সেনা বাহিনীর তল্লাশি অভিযান চলছিল। এবার সেনার গুলিতে নিকেশ শীর্ষস্থানীয় লস্কর-ই-তৈবার কমান্ডার আলতাফ লাল্লি (Altaf Lalli)। ২৬ জন পর্যটকের মৃত্যু হওয়া পহেলগাঁও হামলায় জড়িত সন্দেহে লস্কর-ই-তৈবা জঙ্গিদের খুঁজে বের করার জন্য বৃহত্তর নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে বিভিন্ন জায়গায়।

আরও পড়ুন- বিস্ফোরণে ধ্বংস পহেলগাঁওয়ে দুই হামলাকারীর বাড়ি, প্রাণে বাঁচলেন সেনারা

শুক্রবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বান্দিপোরায় অভিযান চালায় ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। এই এনকাউন্টারের ঘটনায় নিরাপত্তা বাহিনীর ২ জন জওয়ানও জখম হয়েছেন। ইতিমধ্যেই সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী শ্রীনগর পৌঁছেছেন। জঙ্গি মোকাবিলায় কী ভাবে অভিযান চলবে তা নিয়ে আলোচনা চলছে।

Latest article