তিলোত্তমা কলকাতার (Kolkata) জন্য এটা নতুন কিছু নয়। এর আগেও কলকাতা শহর বহু তকমার অধিকারী হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে নিরাপদ শহর থেকে শুরু করে সুন্দর শহরের তকমা ঝুলিতে ঢুকেছে কলকাতার। বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। মুখ্যমন্ত্রীর মস্তিস্কপ্রসূত প্রকল্প কন্যাশ্রী বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে। বঙ্গের দুয়ারে সরকার প্রকল্পকে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বীকৃতি দিয়েছেন। স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে, গ্রামোন্নয়ন, পঞ্চায়েত–সহ নানা কাজের ক্ষেত্রে স্বীকৃতি পেয়েছে বাংলা কেন্দ্রীয় সরকারের কাছে থেকে। এবার দেশের মধ্যে সেরা বিজ্ঞানমনস্ক শহরের তকমা পেল কলকাতা।
আরও পড়ুন-কমিটি নয়, প্রশাসক দিয়েই চলবে স্কুল
রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ”উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে উন্নতিতে আমাদের মুখ্যমন্ত্রী লাগাতার প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন। বিজ্ঞান চর্চা এবং গবেষণার ক্ষেত্রে বাংলার ঐতিহ্য আরও একবার স্বীকৃতি পেল। কলকাতাকে সেরা বিজ্ঞানমনষ্ক শহর হিসেবে ঘোষণা করল বিশ্বের অন্যতম সেরা জার্নাল নেচার।”
আরও পড়ুন-বিধায়কদের সমস্যার সমাধানে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সদস্য সংখ্যা ২২৫
কলকাতায় অনুষ্ঠান বা পার্বণ লেগেই আছে। ফলে নানারকম সাজে সেজে উঠেছে কলকাতা। সব ধর্মের উপাসনা নির্বিঘ্নে পালন করা হয় মহানগরীতে। কলকাতা পুরসভা শহরকে পরিষ্কার রাখতে নানা উদ্যোগ নিচ্ছে প্রতিনিয়ত। সবমিলিয়ে বড়দিনের আগেই এখন খুশির হওয়া শহর জুড়ে।
— Bratya Basu (@basu_bratya) December 3, 2024