রায়গঞ্জের মাঠে টর্নেডো

বিকট শব্দ, মুহূর্তেই কালো হয়ে গেল এলাকা! কুণ্ডলীকৃত ধোঁয়ার মতো ঝড়! রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎ টর্নেডো (Tornado)

Must read

প্রতিবদেন : বিকট শব্দ, মুহূর্তেই কালো হয়ে গেল এলাকা! কুণ্ডলীকৃত ধোঁয়ার মতো ঝড়! রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎ টর্নেডো (Tornado)। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিয়ো। বুধবার বিশ্ববিদ্যালয়ের বাংলা, অঙ্ক বিভাগ এবং হস্টেল সংলগ্ন মাঠে এই বিশালাকার টর্নেডোয় আতঙ্ক ছড়ায়।

আরও পড়ুন-গরমে কাজের সময় কমল ট্রাফিক পুলিশের

তবে ক্যাম্পাসে পরীক্ষা চলায় বেশিরভাগ পড়ুয়া ক্লাসরুমে ছিলেন। এ কারণে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা। টর্নেডোটি ক্যাম্পাসের মাঠে প্রায় কয়েক মিনিট ধরে ঘূর্ণন অবস্থায় ছিল। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা জানান, টর্নেডোর সময় ক্যাম্পাসে পরীক্ষা চলায় বেশিরভাগ ছাত্রছাত্রী ক্লাসরুমে ছিল। যদি মাঠে থাকত, তাহলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত।

Latest article