টর্নেডোর জেরে ক্ষতিগ্রস্ত আমেরিকার (Tornedo- America) একাংশ। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের জেরে মৃত্যু হয়েছে ২৩ জনের। আহত একাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। জানা গিয়েছে, মিসিসিপি, ওহিও এবং তেনাসি নদীর আববাহিকা অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ এই ভয়াবহ দুর্যোগের কবলে পড়েছে। সোমবার রাত পর্যন্ত টর্নেডোর জেরে ৭টি রাজ্যের প্রায় ৩ লক্ষ মানুষ বিদ্যুৎহীন।
আরও পড়ুন- ধর্মগ্রন্থ নিয়ে নোংরামি, তাড়াব বিজেপিকে
রবিবার অন্তত ১১টি টর্নেডো (Tornedo- America) আঘাত হানে একাধিক অঞ্চলে। এর জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে বিভিন্ন এলাকা। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসেব মেলেনি। টর্নেডোর জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি, গাড়ি এবং বহুতলের। উদ্ধারকার্য জারি রেখেছে মার্কিন প্রশাসন। তবে আবহাওয়া অফিস জানিয়েছে এখনই দুর্যোগ কাটছে না। এর ফলে এখনও ঝুঁকির মধ্যে রয়েছে ১২০ মিলিয়ন মানুষ।
আবহাওয়া দফতর জানিয়েছে, আরও ঘূর্ণিঝড়, ক্ষতিকর দমকা হাওয়া, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যা হতে চলেছে৷ নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া, নিউ জার্সি এবং মেরিল্যান্ডের বেশ কিছু অংশ-সহ পূর্ব উপকূলে মঙ্গলবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।