টরন্টো, ২৩ এপ্রিল : বিশ্বের কনিষ্ঠতম খেলোয়াড় হিসাবে ক্যান্ডিডেটস দাবা চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ছেন ডি গুকেশ। ১৭ বছর বয়সী ভারতীয় গ্র্যান্ডমাস্টার এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে চিনের ডিং লিরেনের বিরুদ্ধে চ্যালেঞ্জার হিসাবে খেলবেন। আর এরজন্য গুকেশকে অভিনন্দন জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন কিংবদন্তি রুশ দাবাড়ু গ্যারি কাসপারভ।
আরও পড়ুন-জেলায় জেলায় চাকরি বিক্রি করেছে গদ্দার, ভোটের জন্যই কেষ্টকে জেলে পাঠানো হয়েছে
প্রসঙ্গত, ১৯৮৪ সালে ২২ বছর বয়সে ক্যান্ডিডেটস দাবা চ্যাম্পিয়ন হয়েছিলেন কাসপারভ। এতদিন এটাই ছিল সবথেকে কম বয়সে চ্যালেঞ্জার হওয়ার রেকর্ড। যা এবার গুকেশ ভেঙে দিয়েছেন। ভারতীয় তরুণের উচ্ছ্বসিত প্রশংসা করে কাসপারভ লিখেছেন, ‘‘অভিনন্দন ডি গুকেশ। ভারতীয় ভূমিকম্পে টরন্টো শহর বিধ্বস্ত। এবার টেকটোনিক প্লেটগুলো (মাটির নীচে ভাসমান পাত। যা ভূমিকম্প হলে অবস্থান বদল করে) দাবা বিশ্বের দিকে ঘুরে যাবে। কারণ ১৭ বছরের গুকেশ এবার চলতি বছরের শেষে বিশ্বচ্যাম্পিয়ন চিনা দাবাড়ু ডিং লিরেনকে চ্যালেঞ্জ করবে। দেখা যাক, ভিশি আনন্দের শিষ্য এবার কী করে!’’
মজার ব্যাপার, ২২ বছর বয়সে আনাতোলি কারপভকে হারিয়ে কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু হওয়ার নজির গড়েছিলেন কাসপারভ। পরে সেই নজির স্পর্শ করেন নরওয়ের ম্যাগনাস কার্লসেন। এবার গুকেশের সামনে সুযোগ এসেছে দু’জনকেই টপকে বিশ্ব দাবার ইতিহাসে কনিষ্ঠতম চ্যাম্পিয়ন হওয়ার।