ফের বৈষম্য, বিজেপি রাজ্যে নির্যাতন দুই দলিত যুবককে

Must read

প্রতিবেদন : বিজেপি-শাসিত রাজ্যগুলিতে দলিত ও সংখ্যালঘুরা চরম অত্যাচার ও বৈষম্যের শিকার। বিরোধীরা বারেবারে এই অভিযোগ তুলেছে। তাদের সেই অভিযোগ যে এতটুকু ভুল নয়, নিত্য তার প্রমাণও মিলছে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে। এবার মধ্যপ্রদেশের (Dalit- Madhya Pradesh) ভিন্দ জেলা থেকে মিলল দলিত সম্প্রদায়ের দুই যুবককে নির্যাতনের ঘটনা। জানা গিয়েছে, প্রায় এক মাস আগে দিলীপ শর্মা নামে উচ্চবর্ণের এক ব্যক্তির সঙ্গে সামান্য বিষয়ে ধর্মেন্দ্র এবং সন্তোষ নামে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। ধর্মেন্দ্র এবং সন্তোষ দু’জনেই দলিত সম্প্রদায়ের। এক মাস আগের ঘটনার বদলা নিতে ধর্মেন্দ্র এবং সন্তোষের মাথা ন্যাড়া করে খালি পায়ে গোটা গ্রামে ঘোরাল দিলীপ।

পুলিশ জানিয়েছে, এক মাস আগে ধর্মেন্দ্র এবং সন্তোষের সঙ্গে সামান্য কোনও বিষয় নিয়ে দিলীপের তর্কাতর্কি হয়েছিল। সে সময় ধর্মেন্দ্র এবং সন্তোষ দুই ভাই দিলীপকে মারধর করে। ঘটনার প্রেক্ষিতে পুলিশে অভিযোগ দায়ের করেন দিলীপ। বিষয়টি স্থানীয় আদালতে উঠলে ধর্মেন্দ্র এবং সন্তোষকে জামিন দেয় আদালত। এরপর দিলীপের বড় দাদা ওই দুই যুবককে পঞ্চায়েতে ডেকে ঝামেলা মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন। পঞ্চায়েতের সালিশি সভায় পঞ্চায়েত প্রধান ধর্মেন্দ্র এবং সন্তোষকে দিলীপকে চিকিৎসাবাবদ দেড়লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেন। সেই বৈঠকের মাঝে দিলীপ এবং তাঁর কয়েকজন ঘনিষ্ঠ ধর্মেন্দ্র এবং সন্তোষকে আচমকাই জাপটে ধরে দুই ভাইয়ের মাথা ন্যাড়া করে দেয়। এরপর তাদের খালি পায়ে গোটা গ্রামে ঘোরায়।

আরও পড়ুন-সুপ্রিম নির্দেশ ! মানিক অপসারণে নয়া নির্দেশ, ২৬৯ শিক্ষকের বরখাস্তের উপর এবার স্থগিতাদেশ

ভিন্দ জেলার (Dalit- Madhya Pradesh) পুলিশের আধিকারিক শৈলন্দ্র শর্মা জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ দুজনকে গ্রেফতার করা হয়েছে। চলছে তদন্ত। প্রয়োজনে পঞ্চায়েত প্রধানকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনা থেকে আরও একটি বিষয় স্পষ্ট হল যে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিত সম্প্রদায়ের মানুষ আজও চরম হেনস্থা ও নির্যাতনের শিকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলিতদের উন্নয়নে যত প্রতিশ্রুতি দিন না কেন তা যে নিতান্তই অর্থহীন ফের তার প্রমাণ মিলল।

Latest article