টোটোচালকের ছেলে ইজরায়েলে গবেষণায়

উনি টোটো চালিয়ে বহু কষ্ট করে সংসার চালিয়েও ওঁর উচ্চশিক্ষার খরচ জুগিয়ে এসেছেন। শিবশঙ্করের সাফল্যে খুশি মালদহবাসী

Must read

সংবাদদাতা, মালদহ : সামান্য এক টোটোচালকের ছেলে উচ্চশিক্ষায় দৃষ্টান্ত স্থাপন করল। খড়গপুর আইআইটি থেকে অঙ্কের ‘গ্রাফ থিওরি’ নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করে পোস্ট ডক্টরেট করার জন্য পাড়ি দিতে চলেছেন ইজরায়েলে। মালদহের এই কৃতী সন্তানের নাম শিবশঙ্কর সাহা। বাড়ি মালদহের গাজোল ব্লকের তুলসীডাঙায়।

আরও পড়ুন-মধ্যরাতে ভূমিকম্প মণিপুরে, কম্পন অনুভূত বাংলাদেশেও

বাবা কালীপদ সাহা পেশায় ছিলেন হকার। বর্তমানে টোটো চালান। যৎসামান্য আয়ে সংসার চালিয়েও ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলেছেন। শিবশঙ্কর গাজোল হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করে। কলকাতার যাদবপুর হাইস্কুলে বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে ভর্তি হয় বালিগঞ্জ সায়েন্স কলেজে। এমএসসি করে খড়গপুর আইআইটিতে সুযোগ পায়। সেখান থেকেই পিএইচডি করেছেন। এখন লক্ষ্য পোস্ট ডক্টরেট ডিগ্রি। সেই লক্ষ্য নিয়েই তিন বছরের জন্য ইজরায়েলের এক বিশ্ববিদ্যালয়ে পাড়ি দিতে চলেছেন। শিবশঙ্কর তাঁর এই সাফল্যের জন্য পরিবারের অবদানের কথা বারবার বলছেন। বিশেষ করে তাঁর বাবা কালীপদর কথা। উনি টোটো চালিয়ে বহু কষ্ট করে সংসার চালিয়েও ওঁর উচ্চশিক্ষার খরচ জুগিয়ে এসেছেন। শিবশঙ্করের সাফল্যে খুশি মালদহবাসী।

Latest article