বিনোদন

যাত্রার মঞ্চেও মমতাস্পর্শ

যাত্রাশিল্পের অন্তরাত্মাতে লুকোনো জন সংযোগের বীজমন্ত্র।
মাটির বড় কাছাকাছি। সত্যি বলতে, যাত্রার বিকাশ থিয়েটার বা নাটকের অনেক অনেক আগে। অন্তত বাংলার মাটিতে। বৈষ্ণব ধর্মের আগল খোলা সর্ব ধর্ম সমন্বয়ের ডাকটি শ্রীচৈতন্য (১৪৮৬-১৫৩৩) উচ্চারণ করেই বুঝেছিলেন, আপামর জনতার মর্মে জায়গা করে নেওয়ার জন্য চাই অভিনয়ের কৃতকৌশল। বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তনের আখর হয়ে উঠল তাঁর অবলম্বন। নিজে সংস্কৃত সাহিত্যে পণ্ডিত হয়েও বেছে নিলেন, নৃত্য-গীত-কথার সহজ চলন। ব্রজলীলা, রাবণবধের মতো পালায় উঠে এল, জীবনের আকুতি। ঈশ্বর ভক্তির নিবিষ্ট নিবিড়তা সংলাপের অভিঘাতে জায়গা করে নিল, সাধারণ জন-জীবনে। যদিও বাংলার যাত্রাপালার প্রকৃত বিকাশ আঠারো শতকের মাঝামাঝি সময়ে। এই শতকের শেষ দিকে ভারতচন্দ্র রায়গুণাকরের (১৭১২-১৭৬০) অন্নদামঙ্গল কাব্যের কাহিনি নিয়ে রচিত বিদ্যাসুন্দরের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। সেই ধারাপথ বেয়ে সেকালে দুর্গাপুজোর সপ্তমীর দিন থেকে চৈত্রের বাসন্তী পুজো পর্যন্ত বিস্তারিত ছিল বাংলার এক আশ্চর্য বিনোদন, যাত্রা।

আরও পড়ুন-বাঘাযতীন-কাণ্ডে লিফটিং সংস্থার কর্ণধার গ্রেফতার

গ্রামজীবন তখনও শহুরে ইংরেজি শাসিত ঘেরাটোপ থেকে দূরে। মেঠো আধো অন্ধকারে, জমিদারবাড়ির কাছারি উঠোনে হ্যাজাকের আলোতে অভিনীত হত পালা। খুব চেনা উদাহরণ খুঁজলে বিভূতিভূষণের পথের পাঁচালীর ফ্যান্টাসি মনে করুন। রূপালী পোশাকের তবক খুলে তলোয়ার ঝলসানো যুদ্ধ। আর কোনও কোনও ক্লাইম্যাক্সে দর্শক আসন থেকে রব, ‘‘ঝাড় সামলে, ঝাড় সামলে”!
এ তো একযুগ। বলা ভাল এক অধ্যায়। শ্রাবণ মাস থেকে সাজো-সাজো রব। নতুন পালা নির্বাচন, শিল্পী চুক্তি। ভাদ্র মাস পড়লেই, নতুন পালার মহড়া। তারপর, বায়না পেয়েই নদীমাতৃক বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে যেত দল। সেসময় নৌকাই ছিল, যাত্রাশিল্পীর ঘরবাড়ি। পুরুষ মানুষ নারী সেজে অভিনয় করেছে। যদিও, পরবর্তীতে ১৯৪৭ সালের পরে মেয়েরাও এসে পড়েছে যাত্রাশিল্পে। থিয়েটারি বুনোট থেকে শত যোজন দূরে উদাত্ত আবেগের টানটি বাংলার জনজীবনের আঁতের কথা বলে বলেই দীর্ঘ এক যুগ, জনতার একমাত্র বিনোদনের মানদণ্ডটি হয়ে থেকে গেছে যাত্রাশিল্প।

আরও পড়ুন-কুম্ভ-আলোচনায় ভয়, সংসদে খারিজ প্রস্তাব

ব্রিটিশ-শাসিত বাংলায় তো বটেই, ১৯৪৭-এর পর স্বাধীন ভূমেও হৈ হৈ করে ছিল এর অনিবার্যতা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত সীতার বনবাস থেকে শুরু করে ১৯০৫-এর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মুকুল দাসের আনুষ্ঠানিক যাত্রাদল গঠন নিঃসন্দেহে ঐতিহাসিক মাইলফলক। প্রায় আশির দশকের শেষ পর্যন্ত, এ ধারার কোনও পরিবর্তন হয়নি। বড়িশালের স্বদেশ বান্ধব সমিতির সভাপতি অশ্বিনীকুমার দত্তের আহ্বানে উদ্বুদ্ধ হয়ে মুকুন্দ দাস ১৯০৫ সালেই ‘‘মাতৃপূজা” নামে অভিনব এক যাত্রাপালা রচনা করেন। ক্রমে তাঁর দলের নাম হয়ে যায়, ‘‘স্বদেশী যাত্রা পার্টি”। ভিত নড়ে যায় ব্রিটিশ সরকারের। শুরু হয় দমন পীড়ন। তাঁর পালাগুলিও নিষিদ্ধ হয়, খুব দ্রুত। জনমত গঠনে যাত্রাপালার এই সহজতম উপস্থিতি ব্রিটিশ সরকারকে ভয় ধরিয়েছিল। শীতভাঙা আলো আাঁধারির জনমন ঐতিহাসিক পালা, সামাজিক পালা, পৌরাণিক পালার সর্বগ্রাসী আবেগকে কখনও অস্বীকার করেনি বলেই দীর্ঘদিন ধরে সংস্কৃতির ধারাপথে নিজের নিয়মে রাজ করেছে বাংলায় যাত্রাশিল্প।
কিন্তু অস্বীকারের কোনও জায়গা নেই, প্রযুক্তির দাপট এবং আধুনিক দ্বন্দ্বময় অভ্যাসের চাকচিক্য সময়ের নিয়মে নিয়ন্ত্রণ শুরু করলে, যাত্রাশিল্পের চাহিদায় যেন কিছুটা হলেও ভাটা আসে। অর্থনৈতিক চাওয়াপাওয়া এবং সেই সঙ্গে মানুষের সামনে বিনোদনের নিখাদ সংজ্ঞা বদলে যাওয়ায়, আদি অকৃত্রিম যাত্রার অভিমুখটিও যেন একটু বদলে যায়। তবে, আাঁতের টান কথা বলেই। কণ্ঠ অভিনয় ও গান যে শিল্পের মূলমন্ত্র, যেখানে জীবন্ত অভিনেতা যাবতীয় লাস্যে স্বপ্ন দেখায় দর্শকের সামনে তিনদিক খোলা মঞ্চে, তাকে দূরে রাখতে পারা প্রযুক্তি-শাসিত সময়ের পক্ষেও অসাধ্য। আর তার প্রমাণ, অধুনা, সরকারি বদান্যতায় আয়োজিত যাত্রা উত্সব।
মানুষের একান্ত চাওয়া-পাওয়ার খতিয়ান, নতুন প্রযুক্তির মোড়কে অন্য স্বাদে এখানে উপস্থিত। যাত্রাশিল্প এখনও গ্রামবাংলার মাঠভাঙা ভিড়ের সম্পদ। তবু সরকারি পৃষ্ঠপোষকতার এই আলোবৃত্তটুকু শিল্প ও শিল্পীর বাড়তি মনোবল। কানায় কানায় ভর্তি দর্শক, তাঁদের উপস্থিতির উষ্ণতা সে-কথাই আরও জোর দিয়ে প্রমাণ করে।

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

15 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

35 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

8 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago