সংবাদদাতা, আলিপুরদুয়ার : পর্যটনে বিশ্বের দরবারে আলিপুরদুয়ার জেলাকে তুলে ধরতে একগুচ্ছ পদক্ষেপ নিল জেলা প্রশাসন। এই প্রথম জেলা প্রশাসনের উদ্যোগে আলিপুরদুয়ার জেলার পর্যটন তথ্যসমৃদ্ধ একটি সম্পূর্ণ ওয়েবসাইট উদ্বোধন হল মঙ্গলবার বিশ্ব পর্যটন দিবসে। এই ওয়েবসাইটে জেলার প্রতিটি পর্যটনস্থল, তার বিশদ তথ্য, যাতায়াতের ব্যাবস্থা, পর্যটকদের রাত্রিবাসের পরিকাঠামো সহ সমস্ত বিষয়ে বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন-সন্তান আগলে রাখা মা পুজোর থিম
এমনকী ওই ওয়েবসাইটের সাহায্যে জেলার রেজিস্টার্ড হোম-স্টেগুলোর বুকিংও করা যাবে। ওই উদ্বোধন অনুষ্ঠানে জেলার পর্যটনের একটি পরিষ্কার চিত্র বিশ্বের পর্যটকদের সামনে তুলে ধরতে একটি ভিডিও এদিন প্রকাশ করেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। এদিন পর্যটন ব্যবসায়ীদের নিয়ে একটি সেমিনারও অনুষ্ঠিত হয়। এই প্রসঙ্গে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, মুখ্যমন্ত্রী এই জেলাকে পর্যটন জেলা হিসেবে গড়ে তুলেছেন, তাই বিশ্বের দরবারে এই জেলাকে আরও সুন্দর করে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস।