মানালিতে প্যারাগ্লাইডিংয়ের সময় নীচে পড়ে মৃত্যু পর্যটকের

অবস্থার অবনতি হওয়ায় মন্ডীর মেডিক্যাল কলেজে তাঁকে স্থানান্তরিত করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয় তাঁর।

Must read

হিমাচল প্রদেশ (Himachal Pradesh) মানেই পর্যটকদের জন্য ‘অ্যাডভেঞ্চার স্পোর্টস’ (Adventure sports) এর সম্ভার। প্যারাগ্লাইডিং এর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি খেলা। বহু পর্যটক কুলু, মানালিতে স্পোর্টসের নেশায় বার বার ছুটে যায়। কিন্তু প্যারাগ্লাইডিং করতে গিয়ে দুর্ঘটনা আজ নতুন নয়। এর আগেও বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে পর্যটকদের।

আরও পড়ুন-মালদহ শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে ৬ বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

এবার প্যারাগ্লাইডিং করতে গিয়ে অন্ধ্রপ্রদেশের এক যুবকের মৃত্যু হল। সূত্রের খবর, মৃতের নাম মহেশ রেড্ডি। প্যারাগ্লাইডিংয়ের জন্য মানালি থেকে ২০ কিলোমিটার দূরে রাইসনে যান তিনি। পাহাড় থেকে প্যারাগ্লাইডিং করার জন্য প্যারাশুট নিয়ে লাফ দিয়ে কিছুক্ষন ওড়ার পরেই হঠাৎ দমকা হাওয়ায় সেই প্যারাশুট বেসামাল হয়ে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে ঘুরতে নীচের দিকে নামতে থাকেন রেড্ডি। এরপরেই আছড়ে পড়েন নীচে। স্থানীয়রা রেড্ডিকে উদ্ধার করে ভুন্টারের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় মন্ডীর মেডিক্যাল কলেজে তাঁকে স্থানান্তরিত করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন-যোগীরাজ্যে স্ত্রীকে ধর্ষণের ‘ছাড়পত্র’ বন্ধুদের, বিদেশে বসে ভিডিয়ো দেখতেন স্বামী

ঠিক কী ভাবে এই দুর্ঘটনা ঘটল সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাসে কাংড়া জেলার বীর বিলিংয়ে দুই বিদেশি পর্যটকের মৃত্যু হয় প্যারাগ্লাইডিং করতে গিয়ে। মাঝ আকাশে দু’টি প্যারাশুট জড়িয়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই বারংবার প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Latest article