দিঘায় পর্যটকদের সুবিধার্থে আজ প্রকাশ হোটেল সংস্থার ট্যুরিস্ট গাইড

দিঘায় জগন্নাথধাম উদ্বোধনের পর থেকেই পর্যটকদের ঢল নেমেছে।

Must read

তুহিনশুভ্র আগুয়ান, দিঘা: দিঘায় জগন্নাথধাম উদ্বোধনের পর থেকেই পর্যটকদের ঢল নেমেছে। এবার দিঘায় আসা পর্যটকদের সুবিধার্থে হোটেল দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে আনা হচ্ছে ট্যুরিস্ট গাইড বুক। আজ, রবিবার দিঘায় দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের ৩৪তম সাধারণ সভায় এই গাইড বুক প্রকাশ করবেন দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক স্থানীয় বিডিও। এই গাইড বুকে দিঘার বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে যাবতীয় খুঁটিনাটির উল্লেখ থাকবে। এছাড়াও হোটেলের কালোবাজারি রুখতে দিঘা এবং শংকরপুর এলাকার সমস্ত হোটেলের ফোন নম্বর এবং ভাড়ার তালিকাও দেওয়া থাকবে এই গাইড বুকে। সেখানে সরাসরি হোটেলের নাম্বারে ফোন করে রুম বুক করতে পারবেন পর্যটকেরা।

আরও পড়ুন-ছাত্ররাই সুস্থ রাজনীতির ভবিষ্যৎ পুরুলিয়ার প্রস্তুতি সভায় তৃণাঙ্কুর

এছাড়াও কোনওভাবে যদি পর্যটকদের কাছ থেকে রুমের জন্য অতিরিক্ত ভাড়া নেওয়া হয় সে ক্ষেত্রে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কাছে কীভাবে পর্যটকেরা অভিযোগ জানাবেন তাও বিস্তারিত দেওয়া থাকবে। পর্যটকেরা এই গাইড বুক হোটেল কিংবা হোটেল সংগঠন থেকে সংগ্রহ করতে পারবেন। প্রসঙ্গত, দিঘায় জগন্নাথধামের উদ্বোধনের পর থেকেই হোটেলের ঘর নিয়ে কালোবাজারির অভিযোগ উঠছিল প্রতিনিয়ত। সেই কালোবাজারি রুখতে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী নিজেও। এরপর থেকে ভাড়ার তালিকা হোটেলের সামনে টানানোর নির্দেশ দেওয়া হয় ডিএসডিএর তরফে। সম্প্রতি বিধানসভার ক্রেতা সুরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটি দিঘার হোটেল মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন। সেখানেও কালোবাজারি রুখতে কড়া নির্দেশ দেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। হোটেল ভাড়ায় স্বচ্ছতা আনতে টুরিস্ট গাইড বুক প্রকাশের কথাও জানানো হয়। অগাস্টের মধ্যে একটি নতুন ওয়েবসাইটও চালু করা হবে। সেখানেও ভাড়ার তালিকা দেওয়া থাকবে। দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র বলেন, হোটেলে কালোবাজারি রুখতে পর্যটকদের জন্য আমরা এই গাইড বুক প্রকাশ করব।

Latest article