সুমন করাতি, চুঁচুড়া : পুজোর ছুটিতে পরিবারকে নিয়ে কেদারনাথ বেড়াতে গিয়েছিলেন কোন্নগর ও হিন্দমোটরের চার পরিবারের বারো সদস্য। হিন্দমোটর ভদ্রকালীর দুটি পরিবার ও কোন্নগর মাস্টারপাড়ার দুটি পরিবার। অবিশ্রান্ত বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরাখণ্ড। মৃত্যু হয়েছে এ পর্যন্ত অন্তত ২২ জনের। জায়গায় জায়গায় ধস নেমেছে। বন্ধ কেদারনাথের রাস্তা। এই অবস্থায় চরম সঙ্কটে পড়েছেন ওই চার পরিবার। পরিবার নিয়ে কোথায় যাবেন কিছুই বুঝতে পারছেন না। প্রশাসনের কাছে ফেরানোর ব্যবস্থার আর্জি জানিয়েছেন। জানা গিয়েছে, অষ্টমীর সকালে হাওড়া থেকে হরিদ্বার স্পেশ্যাল ট্রেনে করে হরিদ্বার পৌঁছন।
আরও পড়ুন : গৌরাঙ্গ সেতুতে বড় ফাটল, মেরামতি শুরু প্রশাসনের
পরের দিন নবমীর সকালে সীতাপুর ঘুরে বদ্রীনাথে যাওয়ার পথে ধসে আটকে পড়েন কোন্নগর ও হিন্দমোটরের চার পরিবারের ১২ জন সদস্য। বদ্রীনাথে যাওয়ার পথে পাহাড়ে যোশীমঠে আটকে পড়েন। তিন দিন ধরে বিদ্যুৎ নেই। হোটেলে জায়গা না পেয়ে বাসের মধ্যে তাঁদের প্রাণ হাতে নিয়ে দিন কাটাতে হচ্ছে। প্রবল ঠান্ডায় অনেকেই অসুস্থ বোধ করছেন। তবে স্থানীয় মানুষজন সাহায্যে এগিয়ে এসেছেন। পর্যটকদের খাবার পাওয়া নিয়ে সমস্যা রয়েছে। পর্যটকদের অনেকেই বলছেন, কেন্দ্রীয় সরকারের উচিত কপ্টারে তাঁদের ফিরিয়ে নিয়ে যাওয়া।