চিলারায়ের মূর্তিই বড় আকর্ষণ, মুখ্যমন্ত্রীর উদ্যোগে তৈরি মূর্তি দেখতে ভিড় পর্যটকদের

Must read

কথা দিয়ে কথা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজার শহরে বীর চিলারায়ের মূর্তি পেয়ে খুশি কোচবিহারের মানুষ৷ সোমবার কোচবিহারের সরকারি মঞ্চ থেকে এই বীর চিলারায়ের মূর্তির উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর থেকে চকচকা চেকপোস্ট মোড়ে চিলা রায়ের সেই বিশালাকার এই মূর্তি দেখতে ভিড় করছেন পর্যটকরা৷ কোচবিহার জেলাপরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ বলেন, কথা দিয়ে কথা রাখার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- পথশ্রী প্রকল্পে রাজ্যে ১২ হাজার কিমি রাস্তা, পূর্ব মেদিনীপুরে ২৫ ব্লকে কাজ শুরু

রাজবংশীদের কাছে শ্রদ্ধার বীর চিলারায়। এর আগে কেউ তার মূর্তির কথা ভাবেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ যে তিনি কোচবিহারের গর্ব বীর চিলারায়ের মূর্তি স্থাপন করেছেন। প্রাচীন ইতিহাস থেকে জানা যায় উত্তর-পূর্ব ভারত জুড়ে চিলারায়ের বীরত্বের সুনাম ছিল। তাঁর যুদ্ধবিদ্যার দূরদর্শিতা ও কলা-কৌশলের পারদর্শিতা অনেক বড় বড় যোদ্ধা অনুসরণ করেছিলেন। চিলারায়ের নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়েছিল দেশজুড়ে। মহারাজা বিশ্বসিংহের আমলে কোচবিহার রাজবংশের যে সূচনা হয়েছিল তার পূর্ণতা লাভ করেছিল তার সুযোগ্য উত্তরসূরি দুই পুত্র মহারাজা নরনারায়ণ এবং তার ভাই ও প্রধান সেনাপতি শুক্লধ্বজ ওরফে চিলারায়-এর হাত ধরে। সেই বীরের সম্মানে কোচবিহারে বিশালাকার ব্রোঞ্জ মূর্তি স্থাপিত হল মুখ্যমন্ত্রীর উদ্যোগে৷ কোচবিহার জেলা প্রশাসন জানিয়েছে, বীর চিলারায়ের ১৫ ফুটের বিশালাকার ব্রোঞ্জের মূর্তি তৈরি হয়েছে।

Latest article