প্রতিবেদন : উত্তর সিকিমের (North Sikkim) ধসে আটকে পড়া প্রায় ৪০০ পর্যটককে উদ্ধার করল সেনা জওয়ানরা৷ প্রবল বৃষ্টির কারণে উত্তর সিকিমের লাচেন, লাচুং ও চুংথাং এলাকায় শুক্রবার ধস নামে (North Sikkim)৷ আটকে পড়েন প্রায় ৪০০ পর্যটক। তাঁরা লাচুং ও লাচেনে বেড়াতে যাচ্ছিলেন৷ রাস্তা বন্ধ হয়ে তাঁরা চুংথাংয়ে আটকে যান বলে জানিয়েছেন সেনা-মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত৷ জানিয়েছেন, প্রায় ৪০০ পর্যটক ধসে আটকে পড়েন। লাগাতার বৃষ্টি হচ্ছিল, তাই বড় দুর্ঘটনায় পড়া অসম্ভব ছিল না। চুংথাংয়ের মহকুমাশাসক সেনাকে উদ্ধারকাজে নামতে অনুরোধ করেন৷ সেনার তরফে জানানো হয়েছে, আটকে-পড়া পর্যটকদের মধ্যে ২১৬ জন পুরুষ, ১১৩ জন মহিলা ও ৫৪টি শিশু ছিল। পর্যটকদের উদ্ধার করে তিনটি আলাদা শিবিরে রাখা হয়েছে৷ তাঁদের গরম পানীয়, খাবার এবং গরম কাপড় দেওয়া হয়েছে৷ লাগাতার বৃষ্টিতে তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছাকাছি চলে গিয়েছে৷ পর্যটকদের জন্য তিনটি চিকিৎসক দল তৈরি করা হয়েছে।
আরও পড়ুন- সম্মুখসমরে কেজরি–কেন্দ্র, অধ্যাদেশের পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল দুই পক্ষ