শপিং মলে টয়ট্রেন উলটে প্রাণহানি বালকের

Must read

মর্মান্তিক! শপিং মলে টয়ট্রেন উল্টে গিয়ে ১১ বছরের বালকের মৃত্যু। শনিবার ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ের (Chandigarh) এলান্তে। ইতিমধ্যেই ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। টয় ট্রেনটি চলার সময় ইউটার্ন নিতে গিয়ে উল্টে যায়। তার জেরেই পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে শিশুটির। তারপরেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন- বাংলার জল বিক্রি করে দিলে রাজ্য জুড়ে আন্দোলন, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী

পুলিশ ইতিমধ্যেই ওই শপিংমলে টয়ট্রেন চালানোর অনুমতিতে নিষেধাজ্ঞা জারি করেছে এবং মলের ট্রেন অপারেটরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চণ্ডীগড় (Chandigarh) ছাড়াও কলকাতার একাধিক শপিং মলে চলে এই ধরনের টয়ট্রেন। তাই এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক বেড়ে গিয়েছে শহরবাসীর।

Latest article