প্রতিবেদন : উৎসবের শুরুতেই এক ভয়াবহ পথ দুর্ঘটনা কেড়ে নিল ২৭ জনের প্রাণ। মৃতদের মধ্যে ১১ জন মহিলা ও ১১টি শিশু। জখম হয়েছেন প্রায় ২৫ জন। আহতদের সকলকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর জেলার ঘাতমপুরে। একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন –বাংলার পুজো-সাহিত্য দুনিয়ায় জুড়ি নেই
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ট্রাক্টরে ৫০ জনের বেশি যাত্রী ছিলেন। যাত্রীরা সকলেই উন্নাওয়ের চন্দ্রিকা দেবীর মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন। ট্রাক্টর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি সোজা গিয়ে পুকুরে পড়ে। যাত্রীদের আর্তচিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই শুরু করেন উদ্ধারকাজ। তবে পুকুরে অত্যধিক জল থাকার জন্য সকলেই ডুবে গিয়েছিলেন। শেষ পর্যন্ত এই দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েক জন গুরুতর জখম হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়বে। এদিনের এই ঘটনায় কানপুরে উৎসবের আনন্দ ম্লান হয়ে গিয়েছে। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।